রক্তেই প্রাণ বেঁচে উঠল এক অসুস্থ গৃহবধূর

Published By: Khabar India Online | Published On:

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ মানবিক উদ্যোগ রতুয়া ২ নম্বর ব্লকের মহারাজপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী তথা তৃণমূল নেতা আনারুল হকের। তার দেওয়া রক্তেই প্রাণ বেঁচে উঠল এক অসুস্থ গৃহবধূর। উল্লেখ্য, করোণা আবহে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ব্যাংকে দেখা দিয়েছে রক্ত সংকট। রতুয়ার বাসিন্দা হাসনারা বিবির অপারেশনের জন্য প্রয়োজন ছিল ও পজেটিভ রক্তের। বহু খোঁজাখুঁজির পরও ওই গ্রুপের রক্ত না মেলায় এই খবর পাওয়ার পরই মালদা মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকে ছুটে আসেন মহারাজপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান এর স্বামী আনারুল হক। স্বেচ্ছায় রক্ত দিয়ে তিনি প্রাণ বাঁচান হাসনারা বিবির। এই বিষয়ে আনারুল হক জানান, মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোয় নৈতিক কর্তব্য। তাই একজন জনপ্রতিনিধির স্বামী হিসেবে নয় মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোর এটি প্রয়াস।

আরও পড়ুন -  Kolkata Weather and Rain Forecast: আগামী সপ্তাহে কলকাতায় বৃষ্টি হবে? গরমে ঝলসে যাবার উপক্রম!