নিজস্ব সংবাদদাতা, ময়নাগুড়িঃ ষষ্ঠী পূজাকে কেন্দ্র করে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি এর ময়নামাতা কালী মন্দিরে পুণ্যার্থীদের চোখে পড়ার মতো ছিল।
রবিবার ময়নাগুড়িতে ষষ্ঠী পূজাকে কেন্দ্র করে ময়নামাতা কালী মন্দিরে পুণ্যার্থীদের ভিড় দেখা গেলো। এই দিন ষষ্ঠী পূজার পাশাপাশি মন্দিরে অবস্থিত সমস্ত দেব-দেবীর পূজায় মেতে ওঠেন পুণ্যার্থীরা। ষষ্ঠী পূজার মধ্য দিয়ে পরিবারের মঙ্গল কামনা করে এই পূজো পার্বণ। তাই রবিবার ময়নাগুড়ির ঐতিহ্যবাহী ময়না মাতা কালী মন্দিরে পুজো দিতে দেখা যায় পুণ্যার্থীদের। মন্দিরের পুরোহিত জানান মহিলারা তাদের সন্তান সন্ততিদের এবং পরিবারের সকল সদস্যদের মঙ্গল কামনার উদ্দেশ্যেই ষষ্ঠী ব্রত রাখার পরে মন্দিরে এসে পুজো করেন। তাই প্রতিববছর বিভিন্ন জায়গার মহিলারা এই মন্দিরে আসেন এবং মন্দিরে পুজো দিতে ভিড় জমান।