Leopard Attack: চিতাবাঘের আক্রমণে জখম হল এক মহিলা চা শ্রমিক

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব সংবাদদাতা, নাগরাকাটাঃ   শুক্রবার দুপুরে নাগরাকাটার গ্রাসমোড় চাবাগানে চিতাবাঘের আক্রমণে জখম হল এক মহিলা চা শ্রমিক। এঘটনায় ঐ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জানা গিয়েছে এদিন দুপুর ১২ টা নাগাদ ৪ নং লাইনের বাসিন্দা ললিতা মির্ধা ৪০ বছরের ঐ চাবাগানের জিএম ফোর এ,সেকশনে চাপাতা তোলার কাজ শেষ করে নিজের ব্যাগ নিতে চাবাগানে ঢুকেছিল।

আরও পড়ুন -  Mimi Chakraborty: রূপের জেল্লা দেখালেন মিমি, ক্রপ টপ এবং শর্ট স্কার্টে

সেই সময় আচমকাই পিছন দিক থেকে তার উপর চিতাবাঘ ঝাপিয়ে পড়ে। ললিতা দেবি পড়ে যান। অনান্য শ্রমিকেরা তখন ভয় পেয়ে পালিয়ে যায়। চিতাবাঘটি তাকে আচড় দিয়ে চিতাবাঘটিও পালিয়ে যায়। চিতাবাঘ পালিয়ে গেলে অনান্যরা এসে ললিতা দেবিকে উদ্ধার করে সুলকাপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে।

আরও পড়ুন -  Spain: আহত ১৫৫, দুই ট্রেনের সংঘর্ষ, স্পেনের বার্সেলোনার একটি স্টেশনে