UN Official: জাতিসংঘ কর্মকর্তা বলছেন, ‘কেউ জয়ী হবে না’ ইউক্রেন যুদ্ধে

Published By: Khabar India Online | Published On:

ইউক্রেন বিষয়ক জাতিসংঘের সংকট সমন্বয়কারী সতর্ক করে বলেছেন, এ যুদ্ধে কোনো পক্ষই বিজয়ী হবে না। ইউক্রেন সংঘাত ইতোমধ্যে শততম দিনে পৌঁছেছে। এই পরিস্থিতিতে রুশ বাহিনী দেশটির পূর্ব দোনবাস অঞ্চলে ব্যাপক চাপ সৃষ্টি করছে। শুক্রবার আল জাজিরা এই খবর জানায়।

আরও পড়ুন -  Bridge Collapse in Gujarat: গ্রেপ্তার ৯, গুজরাটে সেতু ধসের ঘটনায়

জাতিসংঘের সহাকারী মহাসচিব হিসেবে কাজ করা আমিন আওয়াদ এক বিবৃতিতে বলেন, ‘এই যুদ্ধে কোন বিজয়ী নেই এবং হবেও না। বরং, আমরা এমন ১০০ দিনের জন্য সাক্ষী হয়েছি, যখন আমরা জীবন, বাড়ি, চাকরি এবং সম্ভাবনা হারিয়েছি।’

তিনি বলেন, ‘এই যুদ্ধ অগ্রহণযোগ্যভাবে মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে এবং কার্যত নাগরিক জীবনের সব দিককে গ্রাস করেছে।’ তিনি বলেন, ‘আমরা শহর এবং গ্রাম জুড়ে ধ্বংস আর ধ্বংস প্রত্যক্ষ করেছি। স্কুল, হাসপাতাল এবং আশ্রয়কেন্দ্রগুলোও হামলা থেকে বাদ পড়েনি।’

আরও পড়ুন -  Apple: অ্যাপলের পণ্য বিক্রি বন্ধ হল, রাশিয়ায়

আমিন আওয়াদ বলেন, ‘যুদ্ধের ধ্বংসাত্মক প্রভাবের প্রতিক্রিয়া জানাতে আমাদের অক্লান্ত প্রচেষ্টা অব্যাহত থাকবে, দৃঢ়ভাবে এবং অবিচলিতভাবে। তবে সর্বোপরি আমাদের শান্তি দরকার। যুদ্ধ এখনই শেষ হওয়া উচিত।’

আরও পড়ুন -  Missile Attacks: ক্ষেপণাস্ত্র হামলা, ইউক্রেনের বিভিন্ন শহরে

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া। দেশটির রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে গোলা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ বাহিনী।