Portugal: পর্তুগাল মাঠে নামছে, ক্রিস্টিয়ানো রোনালদোর দল

Published By: Khabar India Online | Published On:

 জয়ের আশায় মাঠে নামছে ক্রিস্টিয়ানো রোনালদোর দল পর্তুগাল। আজ উয়েফা নেশন্স লিগের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে শক্তিশালী স্পেনের মুখোমুখি হচ্ছে তারা।

পর্তুগাল বনাম স্পেনের ম্যাচটি অনুষ্ঠিত হবে স্তাদিও বেনিতো ভিয়ামারিন অ্যারেনায়। বিশ্বকাপের বছর হওয়ায় এ ম্যাচগুলোতে দলগুলো নিজেদের ঝালিয়ে নেয়ার সুযোগ।

আরও পড়ুন -  পিএসজির ৭ গোল, উৎসবে মেসি-নেইমার-এমবাপ্পে

ইনজুরির কারণে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে মৌসুমের সর্বশেষ ম্যাচটিতে ছিলেন না রোনালদো। তবে স্পেনের বিপক্ষে আজ শুরুর একাদশেই থাকবেন সিআরসেভেন। ম্যানইউয়ের জার্সিতে ২৪টি গোল করলেও তার খেলায় ধারাবাহিকতার অভাব ছিলো। তবে দেশের জার্সিতে সবসময় দুর্দান্ত আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা রোনালদো।

আরও পড়ুন -  Lightning: ২০ জন নিহত বজ্রপাতে, বিহারের আট জেলায়

চার বছর আগে রাশিয়া বিশ্বকাপে এই স্পেনের বিরুদ্ধে দুর্দান্ত এক হ্যাটট্রিক করেছিলেন পর্তুগিজ মহাতারকা। এবার নেশনস লিগের আসরেও স্কোরশিটে নাম তুলতে মরিয়া তিনি। অন্যদিকে, গতবারের নেশনস লিগে ফাইনালে পৌঁছেও চ্যাম্পিয়ন হতে পারেনি স্পেন।

আরও পড়ুন -  কি ভাবে জানবেন লাজুক পুরুষ ? ‘বুক ফাটে তবুও মুখ ফোটে না’