Turkey: তুরস্ক প্রজাতন্ত্রের নাম পরিবর্তন করে ‘তুর্কি’ করার সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘ

Published By: Khabar India Online | Published On:

তুরস্ক প্রজাতন্ত্রের নাম পরিবর্তন করে ‘তুর্কি’ করার সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘ। আঙ্কারার অনুরোধের প্রেক্ষাপটে জাতিসংঘ তুরস্কের নাম পরিবর্তনের এই সিদ্ধান্ত নেয়। বৃহস্পতিবার আল জাজিরা এ খবর জানিয়েছে।

আরও পড়ুন -  Neha Bhasin: অভিনেত্রী নেহা পোশাক নিয়ে অস্বস্তি, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে

জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, বুধবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলুর কাছ থেকে মহাসচিব আন্তোনিও গুতেরেসকে সম্বোধন করা একটি চিঠি পাওয়া গেছে, যেখানে সব বিষয়ে ‘তুরস্ক’-এর পরিবর্তে ‘তুর্কি’ ব্যবহার করার অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুন -  Earthquake in Turkey-Syria: ৪২ হাজার নিহত ছাড়াল ভূমিকম্পে, তুরস্ক-সিরিয়ায়

মুখপাত্র বলেন, চিঠি পাওয়ার পর থেকেই দেশের নাম পরিবর্তন কার্যকর হয়েছে। মঙ্গলবার কাভুসোগলু জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার কাছে চিঠিটি আনুষ্ঠানিকভাবে পাঠানো ঘোষণা করেছেন।

কাভুসোগলু আনাদোলু এজেন্সিকে বলেন, ‘আমরা জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থা, দেশগুলোর জন্য ‘তুর্কি’ ব্যবহারটা দেখতে চাই।’  ছবি: আল জাজিরা।

আরও পড়ুন -  Skin Glow: ত্বকের উজ্জ্বলতা ফেরান, ঘরোয়া পদ্ধতিতে