নিজস্ব সংবাদদাতা, ময়নাগুড়িঃ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 123 তম জন্মদিন উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করল জলপাইগুড়ি সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার অ্যাসোসিয়েশন। শুক্রবার ময়নাগুড়িতে এই রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। সেখানে স্বেচ্ছায় রক্তদান করেন সিভিল ডিফেন্স এর সদস্যরা। উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলার আটটি ব্লকের সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার কর্মীরা। জানা গেছে, মোট 35 ইউনিট রক্ত সংগৃহীত হয়েছে। এদিন উপস্থিত ছিল সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার অ্যাসোসিয়েশনের জলপাইগুড়ি জেলার সম্পাদক প্রসেনজিৎ বসাক, ময়নাগুড়ি ব্লক সম্পাদক দিলীপ রায় সহ অন্যান্যরা। জানা গেছে, এর আগেও বিভিন্ন সমাজসেবা মূলক কাজে নিয়মিত অংশগ্রহণ করে আসছে তারা।

