‘JK 1971’: বিমান ছিনতাইয়ের এক ঝলক, ‘জেকে ১৯৭১’

Published By: Khabar India Online | Published On:

 মুক্তিযুদ্ধে বাংলাদেশের মানুষকে সহায়তার জন্য ফরাসি যুবক জ্যঁ কুয়ে ছিনতাই করেছিলেন ‌পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের একটি বিমান। দাবি ছিল, বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষের জন্য ২০ টন ওষুধ ও চিকিৎসাসামগ্রী ওই বিমানে তুলে দিতে হবে এবং তাহলেই কেবল মুক্তি পাবে বিমানের সব যাত্রী। এই ঘটনা নিয়েই নির্মাণ হয়েছে সিনেমা ‘জেকে ১৯৭১’। এটি পরিচালনা করেছেন ফাখরুল আরেফিন খান।সম্প্রতি প্রকাশ্যে এসেছে সিনেমাটির টিজার।

আরও পড়ুন -  Bhojpuri: অভিনেত্রী চেঁচিয়ে উঠলেন, কাজলের সঙ্গে এই ভাবে রোমান্স করলেন খেসারি লাল যাদব

সিনেমাটি প্রসঙ্গে ফাখরুল আরেফিন খানের কথা, ‘আমরা প্রথম বিশ্বযুদ্ধের, দ্বিতীয় বিশ্বযুদ্ধের, আফগান যুদ্ধ এমনকি সোমালিয়ার যুদ্ধ নিয়ে নির্মিত সিনেমা দেখি। কিন্তু আন্তর্জাতিক দর্শকদের দেখানোর জন্য ইংরেজিতে আমাদের দেশের মুক্তিযুদ্ধের কোনও সিনেমা নেই। তাই আমরা এই সিনেমাটি বানানোর সিদ্ধান্ত নিলাম। এরই মধ্যে আমরা ছবির সব কাজ শেষ করেছি। তারই ধারাবাহিকতায় আমরা ছবির টিজার প্রকাশ করলাম। আশা করছি, খুব শিগগিরই ছবিটির মুক্তির বিষয়েও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারব।’

আরও পড়ুন -  Avneet Kaur: ভক্তদের হৃদয়হরন করলেন সুতির শাড়িতে, অভিনেত্রী অবনীত কৌর

গড়াই ফিল্মসের ব্যানারে নির্মিত এ সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন টলিউডের সৌরভ শুভ্র দাশ।  বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন,মার্কিন যুক্তরাষ্ট্রের অভিনেতা ফ্রান্সিসকো রেমন্ড এবং রাশিয়ান অভিনেত্রী ডেরিয়া গভ্রুসেনকো ও অভিনেতা নিকোলাই নভোমিনাস্কি, টলিউডের সব্যসাচী চক্রবর্তী ও ইন্দ্রানীলসহ আরও প্রায় ৩৬ জন শিল্পী।

আরও পড়ুন -  Sidharth Shukla: প্রাক্তন ক্যাপ্টেন ধোনিকে নিয়ে কী বলেছিলেন ? সিদ্ধার্থের টুইট ভাইরাল