পিএসজি ‘র নারী দলের কোচ দিদিয়ের ওলে-নিকোলের বিরুদ্ধে ‘ক্রীড়া এবং মানবিক মূল্যবোধের’ কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে।
কোচের বিরুদ্ধে ওঠা অভিযোগের জেরেই ক্লাবের দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দিয়ে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে কর্তৃপক্ষ।
ক্লাব কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, ‘ক্লাবের নারী দলের সদস্যরা যে সকল কর্মকাণ্ড এবং মন্তব্যের শিকার হয়েছে, সেসবের ব্যাপারে ক্লাব বিস্তারিত জানতে পেরেছে। ঘটনা এবং মন্তব্যগুলো যদি সত্যি হয়ে থাকে, তাহলে সেগুলো ক্রীড়া এবং মানবিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক।
ক্লাব কর্তৃপক্ষ বিষয়টিকে অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলেও জানানো হয়।
দিদিয়ের ওলে-নিকোলের বিরুদ্ধে ক্লাবের অভ্যন্তরীণ তদন্ত শুরু হয়েছে। তদন্তকালীন সময়ে তাকে বাধ্যতামূলক ছুটিতে থাকতে হবে।