29 C
Kolkata
Wednesday, May 15, 2024

Russia: সর্বোচ্চ ‘নিষেধাজ্ঞা’ চান জেলেনস্কি, রাশিয়ার ওপর

Must Read

সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামে দেয়া ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছেন। তিনি রাশিয়ার তেল না কেনার জন্যও বিভিন্ন দেশের প্রতি আহ্বান জানান।

ভিডিও লিংকের মাধ্যমে জেলেনস্কি এ ভাষণ দিয়েছেন। সোমবার আল জাজিরা এ খবর জানায়।

আরও পড়ুন -  Qatar World Cup-2022: ৮টি দল আজ মাঠে নামবে, ব্রাজিল ও সুইজারল্যান্ডসহ

ভাষণে জেলেনস্কি তার দেশকে পুনর্গঠনে সহায়তার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়, রাজনৈতিক ও ব্যবসায়িক নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।

আল জাজিরার কূটনৈতিক প্রতিবেদক জেমস বেইস বলেন, ‘তিনি (জেলেনস্কি) বলেছেন, বিশ্ব একটি টার্নিং পয়েন্টের মধ্যে রয়েছে,  তিনি এটাকে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাথে তুলনা করেছেন। তিনি বলেছেন যে, তীব্রভাবে তার দেশের আরও বেশি তহবিল প্রয়োজন।’

আরও পড়ুন -  Zelensky: ‘পার্সন অব দ্য ইয়ার’ নির্বাচিত হলেন জেলেনস্কি, টাইম ম্যাগাজিনে

তিনি যোগ করেন, জেলেনস্কি এটা পরিষ্কার করেছেন যে রুশ আগ্রাসনের প্রেক্ষাপটে ‘আন্তর্জাতিক প্রক্রিয়া পরিবর্তন করা প্রয়োজন।’ জেলেনস্কি বলেন, এ ধরনের ঘটনা ঘটলে তা কেবল ঠেকানোতে সীমাবদ্ধ থাকা উচিৎ নয়, এটা নিশ্চিত করতে হবে যে এ ধরণের ঘটনা আর যাতে না ঘটে।

আরও পড়ুন -  প্রজননক্ষম মহিলাদের নিয়ে গবেষণার স্বীকৃতি হিসেবে এসইআরবি নারী শ্রেষ্ঠ সম্মান লাভ

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া। দেশটির রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে গোলা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ বাহিনী। ছবিঃ সংগৃহীত।

Latest News

Web Series: পরিবারের সঙ্গে একদম এই ওয়েব সিরিজটি দেখা যাবে না, লজ্জার সীমানা পার

Web Series: পরিবারের সঙ্গে একদম এই ওয়েব সিরিজটি দেখা যাবে না, লজ্জার সীমানা পার।  Web Series টি ১৮+উদ্ধের জন্য। ওয়েব...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img