Mimi Chakraborty: যোগাসনে ব্যস্ত মিমি, নিজেকে ঠিক রাখতে

Published By: Khabar India Online | Published On:

 মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) বলিউডে ডেবিউ করতে চলেছেন। কাজ করতে চাইছেন বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির পরিচালকরা। বাংলাদেশের অভিনেতার বিপরীতে মিমি কাজ করেছেন মিউজিক ভিডিও। কিন্তু বলিউডে টিকে থাকতে গেলে প্রয়োজন ফিটনেস। শরীর ধরে রাখতে তাই যোগাতে ভরসা।

 মিমি ইন্সটাগ্রামে শেয়ার করেছেন একটি ভিডিও। ভিডিওতে দেখা যাচ্ছে, নিজের বাড়ির বারান্দায় যোগা ম্যাটের উপর বসে যোগা প্র্যাক্টিসে ব্যস্ত মিমি। পরনে রয়েছে নীল রঙের স্পোর্টস ব্রা এবং নীল রঙের জেগিংস। হাতে রয়েছে স্মার্ট ওয়াচ যাতে ধরা পড়ছে মিমির হার্টবিট।

আরও পড়ুন -  Srabanti Chatterjee: লাল সাদা শাড়িতে মোহময়ী হাসিতে পুরুষ হৃদয় গলিয়ে দিলেন শ্রাবন্তী

চুল টেনে বেঁধে রেখেছেন মিমি। ভিডিওর শুরুতে তাঁকে দেখা যাচ্ছে প্রাণায়াম করতে। এরপর ধীরে ধীরে যোগার মূল পর্বের দিকে এগোচ্ছেন মিমি। বিভিন্ন ধরনের আসন করতে দেখা যাচ্ছে তাঁকে। মিমির অনুরাগীদের একাংশ তাঁকে জানিয়েছেন, মিমিই তাঁদের অনুপ্রেরণা।

আরও পড়ুন -  Nusrat-Mimi: মাসি হলেন মিমি ! সুখবর পেয়েই দূর থেকে প্রিয় বোনুয়াকে বললেন ‘তোকে যদি জড়িয়ে ধরতে পারতাম’

শিবপ্রসাদ (Shibaprashad Mukherjee)– নন্দিতা (Nandita Ray) জুটি পরিচালিত প্রথম হিন্দি ফিল্মের শুটিং শেষ করেছেন মিমি। বাংলা ফিল্ম ‘পোস্ত’-র হিন্দি রিমেকটির নাম ‘শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী’। এই ফিল্মে মিমি ছাড়া বাকি সব অভিনেতা-অভিনেত্রীরাই হিন্দিভাষী। উইন্ডোজ ও ভায়াকম 18-এর যৌথ প্রযোজনায় তৈরি হয়েছে ‘শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী’।

আরও পড়ুন -  কলকাতায় সোনার অচিন্ত্য