Journalist Attacked: বালি মাফিয়ার বিরুদ্ধে খবর করতে গিয়ে আক্রান্ত সাংবাদিক !

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব সংবাদদাতা, ময়নাগুড়িঃ   সাংবাদিক নিগ্রহের প্রতিবাদে ময়নাগুড়িতে প্রতিবাদ মিছিলে শামিল হল ময়নাগুড়ির সাংবাদিকবৃন্দ। এদিন মিছিল শেষে ময়নাগুড়ি থানায় একটি ডেপুটেশন দেওয়া হয়। ঘটনাটি ঘটেছিল শুক্রবার কোচবিহার জেলার শীতলকুচি এলাকায়। বালি মাফিয়ার বিরুদ্ধে খবর করতে গিয়ে আক্রান্ত হন দৈনিক সংবাদপত্রের সাংবাদিক মনোজ বর্মন। অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের হাতে তিনি গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন হন। সাংবাদিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে শনিবার একটি প্রতিবাদ মিছিলে র আয়োজন করা হয় ময়নাগুড়িতে সাংবাদিকবৃন্দের পক্ষ থেকে। এদিন একটি পথ সভার আয়োজন করা হয়। পথসভা শেষে থানায় ডেপুটেশন দেওয়া হয়।

আরও পড়ুন -  বোল্ডনেসের মাত্রা ছাড়ালেন Aliya Naaz, ‘ড্যামেজড’ সিরিজে, ঘুম উড়েছে এক ঝলকে, Video Watch

কেন বারংবার সাংবাদিকদের চোখরাঙানির শিকার হতে হচ্ছে, কেন দুষ্কৃতিকারীদের হুমকির মুখে পড়তে হচ্ছে সাংবাদিকদের। যেখানে নিজের জীবন বিপন্ন করে সাংবাদিকরা তাদের কর্ম ক্ষেত্রে দৌড়ে চলেছে। প্রশাসনের কাছে সাংবাদিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এদিন দাবি জানানো হয়।

আরও পড়ুন -  পঞ্চম দফায় ভোটে বাড়তি সর্তকতা জারি করেছিলেন কমিশন, ভোট প্রায় শান্তি পূর্ণ ভাবে শেষ হল