জম্মু রাজ্যের রাম্বনে, ধূপগুড়ির বেশ কয়েক জন শ্রমিক ধসে মারা যায়

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব সংবাদদাতা, ধূপগুড়িঃ   জম্মু রাজ্যের রাম্বনে ধূপগুড়ি থানা এলাকা হইতে 11/12 জন শ্রমিক tunnel এর কাজ করতে গত 03.05.2022 তারিখ বাড়ী থেকে যায়, গতকাল 19.05.2022 তারিখ রাত আনুমানিক 11:30 টার সময় সেই কাজ করার সময় ধস নেমে বেশ কয়েক জন মারা যায় তাদের মধ্যে ধূপগুড়ি থানা এলাকার 05 জন শ্রমিক মারা যায় বলে জানা গেছে। শ্রমিকদের মধ্যে গধেয়ার কুঠি অঞ্চল চর চরা বাড়ি এলেকার 3 জন এবং মাগুরমারী 02 জিপি পশ্চিম মল্লিকপাড়া এলাকার 02 জন ব্যাক্তি কাজ করার সময় চাপা পড়ে মৃত্যু হয়েছে বলে জানা যায়। শ্রমিকদের নাম নিচে দেওয়া হইল।

আরও পড়ুন -  ১০৮ টি শিব মন্দির

1. পরিমল রায় (35) পিতা মৃত স্বর্না কান্ত রায়।

2. দীপক রায় (30) পিতা ক্ষীরপ্রোসাদ রায়।
3. সুধীর রায় (31) পিতা মানিক রায়, সকলের বাড়ী Vill- Charchara Bari, PO Bhandani, Gadhear Kuthi GP, Dhupguri।
4. যাদব রায় (23) পিতা দীনেশ রায়।
5. গৌতম রায় (22) পিতা ভানুদেব রায় এই দুইজনের বাড়ী Vill & PO Paschim Mallikpara, Magurmari II GP, PS Dhupguri।

আরও পড়ুন -  Uttam-Suchitra: ‘সপ্তপদী’ চক্রান্ত ব্যর্থ করেছিলেন, সুচিত্রা সেন