কন্যাশ্রী দিবসের ষষ্ঠবর্ষপূর্তি উৎসব সাড়ম্বরে পালিত হল সালানপুর ব্লকে

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ কন্যাশ্রী দিবসের ষষ্ঠবর্ষপূর্তি উৎসব সাড়ম্বরে পালিত হল সালানপুর ব্লকে ।এই দিবস উপলক্ষে ফিতা কেটে ব্লক অফিস থেকে একটি ট্যাবলো উদ্বোধন করে অনুষ্ঠানের সূচনা করেন সালানপুর ব্লক আধিকারিক তপন সরকার ও পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী ঘাসি।এদিন অন্যান্য বছরের তুলনায় এবছর
করোনার আবহে ছোট অনুষ্ঠানের মধ্যদিয়ে এই কন্যাশ্রী দিবস উদযাপন করা হয়।
তাছাড়া এদিন তিনজন কন্যাশ্রী খেলোয়াড় কে শংসাপত্র দিয়ে সম্মানিত করা হয় ।

আরও পড়ুন -  Gurmeet-Debina: গুরমিত দেবীনার প্রেমের গল্প, গর্ভবতী দেবিনা রেগে গেলেন কেন ?

এদিন সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী ঘাসি বলেন, ‘‌কন্যাশ্রী আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্বপ্নের প্রকল্প। এই প্রকল্প বিশ্বের দরবারে প্রশংসিত।’‌ সালানপুর ব্লক প্রশাসন এবং পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে সালানপুর ব্লক আফিসে সামান্য এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হল কন্যাশ্রী দিবস।এদিন বিশেষ কৃতিত্বের জন্য ব্লকের ৩ কন্যাশ্রীকে পুরস্কৃত করা হয়। তারা হলেন অদ্রিজা সরকেল,রুপালী বাউরি, মোনালিসা মারান্ডি সকলকে একটি শংসাপত্র ও একটি করে চারা গাছ প্ৰদান করা হয় ।
এদিন এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলাপরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান, পঞ্চায়েত সমিতির সহসভাপতি বিদ্যুৎ মিশ্র,যুগ্ম অধিকার মিহির কুমার দাস,
সমাজ সেবী ভোলা সিং,আশু তেওয়ারী, দেবপ্রিয় মজুমদার,
কোচ রাজীব বাউরি সহ অনেকে।

আরও পড়ুন -  State Games: হরিণঘাটায় শুরু রাজ্য গেমস