34 C
Kolkata
Monday, May 6, 2024

Imran Khan: হুমকির পর ইমরান খানের ফোন চুরি

Must Read

 প্রধান রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফ পাকিস্তানের (পিটিআই) একটি সমাবেশ থেকে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের মোবাইল ফোন চুরি হয়েছে বলে দাবি করেছেন তার বিশেষ সহকারী শাহবাজ গিল।

পিটিআই নেতা শাহবাজ গিলের একটি টুইটের উদ্ধৃতি দিয়ে পাকিস্তানের জিওটিভি অনলাইন জানায়, জনসভায় ইমরান খান একটি ‘ভিডিও’ প্রকাশের হুমকি দেন, যেখানে তাকে ক্ষমতা থেকে উৎখাতের ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচনের পর্যাপ্ত তথ্য রয়েছে বলে তিনি দাবি করেছিলেন।

আরও পড়ুন -  ভিটিএস এবং ভিটিএমএস-এর দেশীয় প্রযুক্তিতে সফ্টওয়্যার নির্মাণের জন্য শ্রী মনসুখ মান্ডভিয়া একটি কর্মসূচির সূচনা করেছেন

শাহবাজ গিল জানান, ইমরান দাবি করেছিলেন, তাকে হত্যার ষড়যন্ত্রের কথা তিনি জানতেন। এর প্রমাণ রয়েছে ওই ভিডিওতে। তার কিছু হলে ভিডিওটি প্রকাশ করার ব্যবস্থাও করে রেখেছেন। ওই বক্তব্যের পর তার ফোনটি চুরি যায়।

গিলের অভিযোগ, সরকার ইমরান খানের নিরাপত্তা প্রহরা ‘কমিয়ে দেয়ায়’ চুরির ওই ঘটনা ঘটে থাকতে পারে। পাকিস্তানের ক্ষমতাসীন শাহবাজ শরিফ সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা সরকার পুরোপুরি উন্মাদ হয়ে উঠেছেন। ইমরান খান যে ভিডিও বার্তাটি তার ফোনে রেকর্ড করেছিলেন, তা আর পাওয়া যাচ্ছে না।’

আরও পড়ুন -  Pakistan: শিশুসহ নিহত ১৮, পাকিস্তানে চলন্ত বাসে আগুন

শাহবাজ শরিফ সে দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের ইসলামাবাদের বাসভবন ও তার রাজনৈতিক জনসভাগুলোতে নিñিদ্র নিরাপত্তা দেয়ার নির্দেশ জারির পর গিল এ বিবৃতি প্রকাশ করলেন। ইমরান খানের নিরাপত্তার বিষয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে দুটি বৈঠক করেছেন।

আরও পড়ুন -  Banned: পাকিস্তান গাড়ি-মোবাইলসহ পণ্য আমদানি নিষিদ্ধ করলো

ইসলামাবাদে ইমরান খানের বাসভবনে নিরাপত্তার জন্য ৯৪ জন নিরাপত্তা কর্মী দেয়া হয়েছে। এর অতিরিক্ত হিসেবে নিরাপত্তা বাহিনীর ২৬ কর্মকর্তা ও সামরিক বাহিনীর ৯ সদস্যকেও এ কাজে নিয়োজিত রাখা হয়েছে।

Latest News

AC নিয়ে ঘুরতে পারবেন যে কোন স্থানে, দুর্দান্ত ডিভাইস লঞ্চ করেছে Sony

AC নিয়ে ঘুরতে পারবেন যে কোন স্থানে, দুর্দান্ত ডিভাইস লঞ্চ করেছে Sony.   গ্রীষ্মকাল, বছরের সেই সময় যখন প্রকৃতি তার পূর্ণ...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img