33 C
Kolkata
Tuesday, April 30, 2024

Sarita Mali: ফুল বিক্রি করতেন মুম্বাইয়ের রাস্তায়! পিএইচডি ডিগ্রি নিতে পাড়ি দিচ্ছেন মার্কিন বিশ্ববিদ্যালয়ে

Must Read

২৮ বছর বয়সী সরিতা মালি, বাবার সাথে মুম্বাইয়ের রাস্তায় ফুলের মালা বিক্রি করতেন। এখন তিনি পিএইচডি করার জন্য ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছেন।

বর্তমানে জেএনইউ-এর ভারতীয় ভাষা কেন্দ্রে হিন্দি সাহিত্যে পিএইচডি করছেন। তিনি জেএনইউ থেকে এমএ এবং এমফিল ডিগ্রি নিয়েছেন এবং জুলাই মাসে তিনি পিএইচডি জমা দেবেন।

আরও পড়ুন -  Earthquake Indonesia: নিহত ৪০, ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে ভূমিকম্প

সরিতা মালি বলেন, ‘আমি অনুভব করি যে প্রত্যেকের জীবনেই উত্থান পতন আছে। প্রত্যেকেরই নিজস্ব গল্প এবং কষ্ট আছে। এটি নির্ধারণ করা হয় কোন সমাজে আপনি জন্মগ্রহণ করেন। দুর্ভাগ্যবশত বা সৌভাগ্যবশত কোন অর্থে, আমি জন্মগ্রহণ করেছি এমন একটি সমাজে যেখানে সমস্যা ছিল আমার জীবনের সবচেয়ে প্রয়োজনীয় অংশ।’

আরও পড়ুন -  Viral: নায়িকা ইনায়ার সঙ্গে অশ্লীল ভঙ্গিতে নাচ পরিচালক রামগোপাল বর্মার ! হইচই নেটমহলে

উৎসবের সময়, তিনি বাবার সাথে ফুল বিক্রি করতেন, বিশেষ করে গণেশ চতুর্থী, দীপাবলি এবং দশেরার মতো বড় উৎসবে। স্কুলে থাকাকালে বাবার সাথে এ কাজটি তিনি করেছেন। তিনি যখনই জেএনইউ থেকে ছুটিতে যেতেন, তিনি ফুলের মালা তৈরি করতেন। ইচ্ছা থাকলে সব কিছু করা যায়।  ছবিঃ সংগৃহীত।

আরও পড়ুন -  ৪ জন নারীর সঙ্গে সম্পর্ক ছিল জুনিয়র বচ্চন-এর, ঐশ্বর্য্য ছাড়াও

Latest News

Muskan Baby: মুসকান বেবি হলুদ স্যুটে দর্শকদের নাচিয়ে দিলেন এই কায়দায়, সেই দেখে ভক্তরা হলেন পাগল

Muskan Baby: মুসকান বেবি হলুদ স্যুটে দর্শকদের নাচিয়ে দিলেন এই কায়দায়, সেই দেখে ভক্তরা হলেন পাগল।  হরিয়ানভি নাচ: এই ঐতিহ্যের মধ্যে...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img