কঙ্গনার বিস্ফোরক মন্তব্য

Published By: Khabar India Online | Published On:

 দক্ষিণী অভিনেতাদের দখলে বলিউড। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে হিন্দি ছবি। গুটিকয়েক হিন্দি ছবি ছাড়া বক্স অফিসে শোরগোল ফেলেছে তামিল ও তেলুগু ছবি। কারণ খুঁজতে গিয়ে তারকাসন্তানদেরই কাঠগড়ায় দাঁড় করালেন বলিউডের আলোচিত কঙ্গনা রানাউত।

পর্দার ‘কুইন’-এর সাফ কথা, বলিউডের এই তারকাসন্তানেরা অধিকাংশই পাশ্চাত্য ঢং-য়ে উচ্চারণে অভ্যস্ত। সংলাপই বোঝা দায়। তার প্রশ্ন, হিন্দি ছবির সঙ্গে তা হলে দর্শকেরা একাত্ম হবেন কীভাবে?

আরও পড়ুন -  নতুন শিক্ষানীতির লক্ষ্য ভারতকে এক বিশ্বব্যাপি জ্ঞান শক্তি কেন্দ্র হিসেবে গড়ে তোলা : উপরাষ্ট্রপতি

 নিজের নতুন ছবি ‘ধাকড়’-এর জন্য জোরদার প্রচার চালাচ্ছেন কঙ্গনা। তার ফাঁকেই নিজস্ব কায়দায় বিতর্কিত মন্তব্যে।

অভিনেত্রী বলেন, “বলিউড তারকাদের ছেলেমেয়েরা বিদেশে পড়াশোনা করতে যান। ইংরেজিতে কথাবার্তা বলেন। ছবিও দেখেন কেবলমাত্র হলিউডের।”

আরও পড়ুন -  Kangana Ranaut: খুশির গন্ধ অভিনেত্রী কঙ্গনার পরিবারে, নতুন অতিথি শীঘ্রই আসতে চলেছে

এই ধরনের নতুন প্রজন্ম হিন্দি ছবিতে নায়ক-নায়িকার ভূমিকায় থাকলেও তাদের হিন্দি উচ্চারণ নিয়ে প্রশ্ন তুলেছেন কঙ্গনা। বেশ খোঁচা দিয়েই বলেছেন, “কাঁটাচামচ দিয়ে খাবার খাওয়া এই সব তারকাসন্তানদের হিন্দি উচ্চারণই তো অন্য ধরনের।” তার প্রশ্ন, “দর্শকদের কাছে এঁদের যোগাযোগ হবে কীভাবে?” তাই হিন্দি ছবি পিছিয়ে পরছে।

আরও পড়ুন -  Swastika Dutta: ধুনুচি নিয়ে অসাধারণ নাচ নাচলেন অভিনেত্রী স্বস্তিকা ! সেই ভিডিও দেখুন