33 C
Kolkata
Sunday, May 5, 2024

পরিবেশ কর্মী জালে আটকে থাকা অজগর উদ্ধার করে, বন বিভাগের হাতে তুলে দিলেন

Must Read

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ   জালে আটকে থাকা  অজগর উদ্ধার করে বন বিভাগের হাতে তুলে দিলেন পরিবেশ কর্মী, আতঙ্ক মুক্ত হলো গ্রাম।

জলপাইগুড়ি সদর ব্লকের মুন্ডা বস্তির ফকলাইনে এক গৃহস্থের জমিতে থাকা লাইননের জালে অজগর টিকে  আটকে থাকতে দেখে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পরে ওই এলাকায়, সোমবার সকালে গ্রামবাসীদের পক্ষ থেকে খবর পেয়ে এলাকায় ছুটে যান পরিবেশ কর্মী বিশ্বজিৎ দত্ত চৌধুরী, এর পর জালে আটকে থাকা বার্মিজ পাইথনটিকে বিপদমুক্ত করেন।

আরও পড়ুন -  হনুমানের কামড়ে আহত হয়েছেন প্রায় 40 জন গ্রামবাসী, পুলিশ প্রশাসন ও বনদপ্তর থেকে, কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি

ঘটনা প্রসঙ্গে পরিবেশ কর্মী জানান,এটি বার্মিজ পাইথন, জালে দীর্ঘক্ষণ আটকে থাকায় শরীরের বেশ কিছু স্থানের চামড়া ছিড়ে ক্ষত সৃষ্টি হয়েছে। বন দপ্তরের বন্যপ্রাণী শাখাকে বিস্তারিত জানানো হয়েছে।

আরও পড়ুন -  Tiger: বাঘের দেখা মিলেছে, রাঙ্গাপাণী হাতভরাতে, আতঙ্কে চাঞ্চল্য ছড়ালো

Latest News

সেই আমি আমার মতো

সেই আমি আমার মতো।  আমার স্বপ্ন জ্বলে। চিরকাল পালন করি, আমি স্বপ্ন দেখি। চিরকাল পালন করি,আমি স্বপ্ন দেখি, মনের কথা বলে, কবিতা...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img