Mumtaz: একাকীত্বের ফলে অন্য সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন মুমতাজ

Published By: Khabar India Online | Published On:

এক অনুরাগীর প্রশ্নের উত্তর দিতে গিয়ে মুমতাজ (Mumtaz) বলেছিলেন, অভিনয়ে ফিরতে তাঁকে স্বামীর অনুমতি নিতে হবে। এরপরেই তাঁকে ঘিরে বিতর্ক শুরু হয়।একসময় মুমতাজের স্বামী ময়ুর মাধবানী (Mayur Madhbani) পরকীয়ায় আসক্ত হয়ে পড়েছিলেন। একাকীত্বের ফলে অন্য সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন মুমতাজ নিজেও।

আরও পড়ুন -  UK: নতুন অর্থমন্ত্রী, ট্রাসের বাজেট ‘ফেলেই দিলেন’

সত্তরের দশকে অসাধারণ সুন্দরী অভিনেত্রী মুমতাজের সঙ্গে বলিউডের কয়েকজন নায়কের সম্পর্ক তৈরি হলেও সেগুলি ভেঙে গিয়েছিল। অন্যতম ছিলেন রাজেশ খান্না (Rajesh Khanna) ও শাম্মি কাপুর (Shammi Kapoor)। রাজেশের সঙ্গে মুমতাজের সম্পর্ক ভাঙার কারণ নিয়ে নানা কথা প্রচলিত থাকলেও শাম্মির সঙ্গে কেরিয়ারের কারণে ভেঙে গিয়েছিল সম্পর্ক। শাম্মি বলেছিলেন, তাঁকে বিয়ে করতে হলে ফিল্মি কেরিয়ার ছাড়তে হবে।

 তিনি অভিনয় ছাড়তে রাজি হননি। এর ফলে শাম্মির সঙ্গে তাঁর সম্পর্ক ভেঙে যায়। পরবর্তীকালে মুমতাজ বিয়ে করেন ময়ুর মাধবানীকে। সেটা 1974 সাল।

আরও পড়ুন -  Toto Closed: ২ ঘন্টা টোটো বন্ধ রেখেই প্রতিবাদ মিছিল