Prasad: জলপাইগুড়িতে প্রসাদ খেয়ে অসুস্থ একাধিক

Published By: Khabar India Online | Published On:

সজল দাশগুপ্ত, জলপাইগুড়িঃ   জলপাইগুড়িতে প্রসাদ খেয়ে অসুস্থ একাধিক।

জলপাইগুড়ি জেলার দক্ষিণ ঝার আলতা গ্রামে পূজোর প্রসাদ খেয়ে অসুস্থ একাধিক। ইতিমধ্যে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অসুস্থদের মধ্যে সাতজনের চিকিৎসা চলছে ধুপগুড়ি হাসপাতালে।

আরও পড়ুন -  Akshay Tritiya: জলপাইগুড়ি জেলা সহ ময়নাগুড়ির ব্লকে পালন হল অক্ষয় তৃতীয়া'র পুজো

গত শুক্রবার ওই গ্রামে স্থানীয় এক বাসিন্দার বাড়িতে পূজার অনুষ্ঠান ছিল, 250 জন আমন্ত্রিত ছিলেন ওই অনুষ্ঠানে। পূজোর প্রসাদ খেয়ে 25 জন অসুস্থ হয়ে পড়েন বলে জানা গেছে। শনিবার সকাল থেকে অনেকেই অসুস্থতা বোধ করেন, যার মধ্যে সাতজনের শারীরিক অবস্থা খারাপ হওয়ার কারণে দ্রুত ধুপগুড়ি হাসপাতালে ভর্তি করা হয় তাদের। রবিবার শেষ খবর জানা গিয়েছে ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন 7 জন।

আরও পড়ুন -  Ayushman Card: বিনামূল্যে চিকিৎসা দেবে সরকার, বানিয়ে ফেলুন এই কার্ড, জানুন এই নিয়ম