মহামেডান ক্লাবের স্বপ্ন অধরা

Published By: Khabar India Online | Published On:

শিখা দেবঃ  মহামেডান ক্লাবের স্বপ্ন অধরা।

না। হলো না স্বপ্ন পূরণ। একেবারে দোরগোড়ায় এসে ছিটকে যেতে হলো আই লীগ খেতাব জেতা থেকে। মহামেডান স্পোর্টিং ক্লাবের সামনে আই লীগ ফুটবলের ইতিহাসে নাম লেখাতে। পারলো না। শেষ পর্যন্ত মহামেডান ১-২ গোলে কেরালা গোকুলামের কাছে হেরে গিয়ে সব আশা হারিয়ে গেলো। প্রথম পর্বে কোন পক্ষ গোল করতে পারে নি। দ্বিতীয় পর্বে গোকুলাম এগিয়ে যায় রশিদের গোলে। তারপরে গোল করে মহামেডান সমতা ফেরায়। গোল করেন মার্কাস জোসেফ। আবার গোল পেয়ে যায় গোকুলাম। এবারে গোল করেন এমিল বেনি। পনেরো বছর বাদে আবার আই লীগ খেতাব জিতলো কেরালা গোকুলাম।

আরও পড়ুন -  Bold Web Series: ওয়েব সিরিজগুলি ইরোটিক, একলা দেখবেন, আগে এই রকম দৃশ্য দেখা যায়নি

  সৌজন্যে।