New News: সলমান খান নতুন খবর দিলেন

Published By: Khabar India Online | Published On:

সলমান খানের সিনেমা মুক্তি মানেই যেন ঈদ উৎসব। তার বেশিরভাগ ছবি উৎসবকে কেন্দ্র করেই মুক্তি হয়।   সেই বিষয়টি মাথায় রেখেই নতুন ছবির নাম ঠিক করেছেন সলমান। তার নতুন ছবির নাম ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’। ছবিতে সলমানের সঙ্গে প্রথমবারের মতো জুটি বাঁধছেন পূজা হেগড়ে।

আরও পড়ুন -  Rashmika Mandanna: রশ্মিকা মন্দানা, নাচিয়ে ছাড়লেন সলমান খানকে

ইনস্টাগ্রামে পূজা সলমান খানের আইকনিক ব্রেসলেট পরা নিজের একটি ছবি পোস্ট করেছেন। সঙ্গে তিনি লিখেছেন, ‘শুটিং শুরু হয়েছে।’

আজ শনিবার সলমানও একটি ছবি পোস্ট করেছেন। সেখানেও তিনি শুটিং শুরু হওয়ার ঘোষণা করেছেন।  এতে ব্যতিক্রমী লুকে দেখা গেছে সলমানকে। ছবির নাম উল্লেখ না করলেও ধারণা করা হচ্ছে, ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ ছবির শুটিং শুরু হওয়ার কথাই জানিয়েছেন সলমান ও পূজা।

আরও পড়ুন -  28th International Film Festival: উদ্বোধন হয়ে গেল ২৮ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, চাঁদের হাট