পর্যটক মন্ত্রক ভারত সরকার, যুবকদের সাথে যুক্ত হওয়ার প্রয়াসে আই লিডের সাথে গাঁটছড়া বেঁধেছে

Published By: Khabar India Online | Published On:

সত্যজিৎ চক্রবর্তী, কলকাতাঃ   বুধবার ১১ই মে এই প্ৰথম বারের মত, পর্যটক মন্ত্রক ভারত সরকার যুবকদের সাথে যুক্ত হওয়ার প্রয়াসে আই লিডের সাথে গাঁটছড়া বেঁধেছে। এর জন্য একটি আউটরিচ পোগ্রামে কলকাতার একটি কলেজের সাথে যুক্তি আমাদের স্বাধীনতার ৭৫তম বার্ষিকীতে আজদিকা অমৃত মহোৎসব উৎযাপন করা এবং যুবকদের মধ্যে দেখো আপনা দেশ ও এক ভারত শ্রেষ্ঠ ভারতের উদ্যোগকে আরো জোরদার করার জন্য ভারত সরকারের পর্যটন মন্ত্রক কলকাতার সব থেকে বড় কলেজ বেস্ট ম্যানেজডিয়া ২০২২-এর জন্য আই লিড (Institute of Leadership, Entrepreneurship and Development)-এর সাথে যুক্ত।

আরও পড়ুন -  Pan Card: প্যানকার্ড ব্যবহারকারীরা সাবধান, জরিমানা হতে পারে, এই কাজ না করলে

এটা নিয়ে কলেজের সভা ঘরে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ডাঃ প্রদীপ চোপড়া আই লিডের চেয়ারম্যান, ডাঃ সাগ্নিক চৌধরী পরিচালক (পূর্ব) অন্যান্যদের মধ্যে ছিলেন অরিন্দম শীল, অনিন্দ চ্যাটার্জী, সুয়াস বোরার, প্রফেসর (ডাঃ) সৈকত মিত্র এবং সায়ক নন্দী।

আরও পড়ুন -  পঙ্গপাল নিয়ন্ত্রণের কাজে অভিনব প্রয়াস- রাজস্থানের জয়শলমীরে বেল হেলিকপ্টারের সাহায্যে নির্দিষ্ট এলাকাগুলিতে রাসায়নিক ছড়ানো হয়েছে