ধূপগুড়ি থেকে অবৈধ রেশন সামগ্রী পাচার হচ্ছে ময়নাগুড়িতে, নিশ্চুপ প্রশাসন!

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব সংবাদদাতা, ধূপগুড়িঃ   ধূপগুড়ি থেকে অবৈধ রেশন সামগ্রী পাচার হচ্ছে ময়নাগুড়িতে, নিশ্চুপ প্রশাসন!

উপভোক্তাদের ফুলিয়ে-ফুসলিয়ে দুয়ারে রেশন সামগ্রী নেওয়ার পর তা জমা হয় ধূপগুড়ির চড়চড়াবাড়ি এলাকার বাজারের পাশের একটি বাড়িতে অবৈধভাবে মজুত করে রাখে এক ব্যক্তি। এর পর সেই সমস্ত রেশন সামগ্রী পাচার হয়ে যায় ময়নাগুড়ির বাইপাস মোড়ের একটি গোডাউনে। শুক্রবার বিকেলে রেশন সামগ্রী পাচার হওমার সময় ধূপগুড়ির গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের চড়চড়াবাড়ি এলাকায় একটি রেশন সামগ্রী বোঝাই লরি আটকে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। ঘটনাস্থলে উপস্থিত হয়ে ধূপগুড়ি থানার পুলিশ অবৈধ রেশন সামগ্রী সহ গাড়িটিকে আটক করে থানায় নিয়ে যায়। অভিযোগ, প্রতিনিয়ত এভাবেই প্রশাসনের নাকের ডগার উপর দিয়ে রেশন সামগ্রী পাচার হয়ে যায় ময়নাগুড়িতে। স্থানীয়দের অভিযোগ, মোটা টাকার সেটিং এর বিনিময়ে এই সমস্ত কারবারি চালায় ঐ ব্যক্তি। এমনকি এলাকার নেতাদেরও পকেটে তার অর্থ যায় বলে অভিযোগ।

আরও পড়ুন -  President: দ্রৌপদী মুর্মু প্রথম আদিবাসী রাষ্ট্রপতি, ভারতের