Rukmini Maitra: রুক্মিণী বলিউডের পথে

Published By: Khabar India Online | Published On:

বলিউডের পথ ধরেছেন টলিউড অভিনেত্রী রুক্মিণী মৈত্র। নেটফ্লিক্সের ওয়েব সিরিজ মাই-য়ের সিজন টুতে অভিনয় করার জন্য বলিউডে পাড়ি জমাচ্ছেন তিনি। এখনও কিছু বলেননি রুক্মিণী।

সাক্ষী তানওয়ার অভিনীত নেটফ্লিক্সের মাই সিরিজের প্রথম সিজন বেশ জনপ্রিয়। প্রতিশোধের গল্প নিয়ে সাজানো হয়েছিলো এই সিরিজ। শোনা যাচ্ছে, সিজন টু-য়ের গল্পে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে রুক্মিণীকে।

আরও পড়ুন -  Viral: তিন গ্রামীণ ছেলে বলিউড গানে নাচ: একটি ভাইরাল ঘটনা

 আগে রুক্মিণীকে বলিউড অভিনেতা বিদ্যুৎ জামেওয়ালের সঙ্গে ‘সনক’ সিনেমায় দেখা গিয়েছিলো। রুক্মিণীর অভিনয় দেখে প্রশংসা করেছিলেন খোদ বিদ্যুৎও। শোনা যাচ্ছে, সেই ছবির পর মুম্বাই থেকে বেশ কিছু ছবির অফারও পেয়েছেন রুক্মিণী।

আরও পড়ুন -  Yohani De Silva: ‘মানিকে মাগে হিতে’ গায়িকা ইয়োহানি, বলিউডে অভিষেক, নেটদুনিয়ার ভাইরাল

কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে দেব ও রুক্মিণী মৈত্রর ‘কিশমিশ’। ইতোমধ্যেই বক্স অফিসে সাড়া ফেলেছে এই ছবি। প্রশংসিত হয়েছে রুক্মিণীর অভিনয়ও।

দেব-রুক্মিণীর বন্ধুত্ব নিয়ে বহুদিন ধরেই টলিপাড়ায় নানা গুঞ্জন। তবে প্রকাশ্যে নানা ছবি পোস্ট করলেও, নিজেদের এই বন্ধুত্ব নিয়ে মুখ খোলেন না তারা।

আরও পড়ুন -  Nysa Devgn: উথলে উঠছে ভরা যৌবন! নেটজনতার প্রশ্ন বলিউডে কবে আসছে?