Coffee Face Pack: কফির ফেসপ্যাক ত্বকের উজ্জ্বলতায় উপযোগী

Published By: Khabar India Online | Published On:

প্রায় সবার ঘরেই কফি রয়েছে। কফি খাওয়ার পাশাপাশি এটিকে কাজে লাগাতে পারেন রুপচর্চাতেও। ঘরেই তৈরি করে নিতে পারেন কফির তৈরি নানান রকম ফেসপ্যাক।

  • ১চামচ কফি পাউডার, ১ চা চামচ মধু ও ১ চা চামচ চালের গুঁড়ার সাথে পরিমাণমতো কাঁচা তরল দুধ দিয়ে ঘন মিশ্রণ তৈরী করে নিন। ব্যস এতেই তৈরি হয়ে গেলো কফির ফেসপ্যাক।
  • ১ চামচ কফি পাউডার এর সাথে লিকুইড ১ চামচ কাঁচা দুধ মিশিয়ে পুরো মুখমণ্ডলে লাগিয়ে ১৫ মিনিট রাখুন। এরপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২-৩ বার ব্যবহার করলে আপনার ত্বকে উজ্জ্বলতা ফিরে আসবে।
আরও পড়ুন -  কৃষি ক্ষেত্রের প্রয়োজনে আরও বেশী সৌরশক্তি উৎপাদনে সাহাযার্থে প্রধানমন্ত্রী – কুসুম প্রকল্পের সুযোগ সুবিধা বৃদ্ধি

 ত্বকে রোদের কালো ভাব দূর করতে ১ চামচ টক দই, ১ চামচ কফি পাউডার এবং সাথে এক চামচ হলুদের পেস্ট মিশিয়ে পুরো মুখে মেখে রাখুন ২০ মিনিট। সপ্তাহে অন্তত দুইদিন ব্যবহার করুন।

আরও পড়ুন -  রাঙিয়ে দিয়ে যাও যাও গো এবার...

নিয়মিত কফির ফেসপ্যাক ব্যবহারে আপনি আপনার পরিবর্তন লক্ষণ করতে পারবেন খুবই দ্রুত। ফেসপ্যাক ব্যবহারের পর আপনার ত্বক অবশ্যই ময়েশ্চারাইজ করে নিবেন। ফেসপ্যাক ব্যবহারের পর রোদে অথবা ধুলাবালিতে যাবেন না।

আরও পড়ুন -  Oily Skin: কার্যকরী ফেস প্যাক তৈলাক্ত ত্বকের জন্য