Reception: সংবর্ধনায় আপ্লুত বাংলার ছেলেরা

Published By: Khabar India Online | Published On:

শিখা দেব, কলকাতাঃ   সংবর্ধনায় আপ্লুত বাংলার ছেলেরা।

সন্তোষ ট্রফি ফুটবলে বাংলা রানার্স আপ হলেও একের এক সম্বর্ধনা পেয়ে ছেলেরা আপ্লুত। তারা কেউ ভাবতে পারেন নি বাংলার ফুটবল প্রেমীরা এমন করে আপন করে নিতে পারেন। বৃহস্পতিবার আই এফ এ গভর্নিং বডির সভায় সিদ্ধান্ত হয় বাংলা দলকে ৫ লক্ষ টাকা আর্থিক পুরস্কার দেওয়া হবে।

আরও পড়ুন -  বাবাকে নিয়ে লিখতে গেলে দুনিয়ার কাগজ, কলম ও কালি সব ফুরিয়ে যাবে তবু লেখা শেষ হবেনা.....

এদিন ইস্টবেঙ্গল ক্লাব বাংলা দলকে সম্বর্ধনা দিল। উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। সেখানে ক্লাবের অন্যতম কর্মকর্তা দেবব্রত সরকার ঘোষনা করেন বাংলার সব ফুটবলাররা লাল হলুদ শিবিরে সই করতে পারেন। দরজা খোলা আছে।

আরও পড়ুন -  টমেটো, আলু এবং মুরগির ডিমের রেসিপি

সৌজন্যে