Shakib Al Hasan: সাকিব আল হাসান, করোনা পজিটিভ

Published By: Khabar India Online | Published On:

বাংলাদেশ দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর করা পরীক্ষায় পজিটিভ শনাক্ত হয়েছেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক মনজুর হোসেন এ খবর নিশ্চিত করেছেন। খেলবেন না চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট।

আরও পড়ুন -  সিগারেট হাতে ক্যামেরায় পোজ পরীমনি

তিনি বলেছেন, ‘সাকিব আল হাসান গতকাল দেশে এসেছেন। দেশে ফেরার পর করোনা পরীক্ষায় তিনি পজেটিভ হয়েছেন। এখন নিজের বাড়িতে আইসোলেশনে আছেন।’

গত বছরের ডিসেম্বরে সবশেষ পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলেছিলেন সাকিব আল হাসান। এরপর পারিবারিক কারণে ছুটি নেওয়ায় ছিলেন না নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা সফরের চার টেস্টে।

আরও পড়ুন -  স্বামী সুখ দিতে পারে না তাই দেওরকে বিছানায় ডেকে নিলেন বৌদি, সব সাহসিকতার সীমা ভেঙে দিলেন ওয়েব সিরিজটি

এবার ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের সিরিজ দিয়ে টেস্টে ফিরবেন সাকিব এমনটাই আশা ছিলো। করোনা শনাক্ত হওয়ায় আরও পিছিয়ে গেলো তার টেস্টে ফেরা। এখন দ্বিতীয় ম্যাচে তাকে পাওয়ার অপেক্ষায় থাকতে হবে বাংলাদেশ দলকে।

আরও পড়ুন -  দার্জিলিং-এ হানিমুন করছেন, তৃণা ও নীল

উল্লেখ্য, ঢাকা প্রিমিয়ার লিগের খেলা শেষ করে শ্রীলঙ্কা সিরিজের আগে ছুটি নিয়ে যুক্তরাষ্ট্র গিয়েছিলেন সাকিব। সেখান থেকে টেস্ট সিরিজে খেলার জন্য দেশে ফিরেছেন সোমবার।