Temperature: দক্ষিণবঙ্গে অশনির আগমণে কিছুটা রেহাই দিলেও, উত্তরের জলপাইগুড়িতে তাপমাত্রা ঊর্ধ্বমুখী !

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ   দক্ষিণবঙ্গে সামুদ্রিক ঝড় অশনির আগমনে কিছুটা রেহাই দিলেও উত্তরের জলপাইগুড়িতে তাপমাত্রা উর্ধমুখী, নাজেহাল সাধারণ স্বাভাবিকভাবেই বাজার ঘাট ফাঁকা। ঘর থেকে বের হতে ভয় পাচ্ছেন মানুষ, থেকে চা বাগান কর্তৃপক্ষ।

গত কয়েকদিন থেকেই ক্রমাগত বাড়ছে তাপমাত্রা, যার ফলে একদিকে পথ চলতি জনগণ হাত বাড়াচ্ছেন শীতল পানীয় থেকে আইস ক্রিমের দিকে, স্বাভাবিক ভাবেই অনেকটাই বেড়েছে এই ঠান্ডা পানীয় সহ আইস ক্রিম বিক্রি, তাতেই খুশি বিক্রেতারা ।

আরও পড়ুন -  PM Kishan: কৃষকদের অ্যাকাউন্টে আসবে ২,০০০ টাকা, এইভাবে চেক করুন স্ট্যাটাস

অপিরদিকে বৃষ্টি না হওয়ায় চা বাগান কর্তৃপক্ষ কিছুটা হলেও সমস্যায় পরেছেন, কারণ গরম বাড়তে থাকায় গেছে নতুন চা পাতা আসতে সময় লাগছে এমনটাই জানিয়েছেন জলপাইগুড়ি ডেঙ্গুয়াঝাড় চা বাগানের ডেপুটি জেনারেল ম্যানেজার , জীবন চন্দ্র পান্ডে।

আরও পড়ুন -  Malala Yousafzai: তালেবানের প্রতি আহ্বান জানিয়েছেন মালালা ইউসুফজাই, আফগান মেয়েদের স্কুলে যেতে দিন

অন্যদিকে আজকের গরম প্রসঙ্গে জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ সিং জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গরমের ছুটি ঘোষণা করেছেন তা চিন্তা ভাবনা করেই করেছেন। এখন উত্তরবঙ্গের জলপাইগুড়ি তে গরম দেখে মানুষ বুঝতে পারছেন স্কুল বন্ধের ঘোষণা কেন করেছেন মাননীয়া মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন -  লাফিয়ে বাড়লো তাপমাত্রা, বছরের প্রথম দিনে, উষ্ণ নববর্ষ বড়দিনের মতোই