33 C
Kolkata
Thursday, May 16, 2024

Temperature: দক্ষিণবঙ্গে অশনির আগমণে কিছুটা রেহাই দিলেও, উত্তরের জলপাইগুড়িতে তাপমাত্রা ঊর্ধ্বমুখী !

Must Read

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ   দক্ষিণবঙ্গে সামুদ্রিক ঝড় অশনির আগমনে কিছুটা রেহাই দিলেও উত্তরের জলপাইগুড়িতে তাপমাত্রা উর্ধমুখী, নাজেহাল সাধারণ স্বাভাবিকভাবেই বাজার ঘাট ফাঁকা। ঘর থেকে বের হতে ভয় পাচ্ছেন মানুষ, থেকে চা বাগান কর্তৃপক্ষ।

গত কয়েকদিন থেকেই ক্রমাগত বাড়ছে তাপমাত্রা, যার ফলে একদিকে পথ চলতি জনগণ হাত বাড়াচ্ছেন শীতল পানীয় থেকে আইস ক্রিমের দিকে, স্বাভাবিক ভাবেই অনেকটাই বেড়েছে এই ঠান্ডা পানীয় সহ আইস ক্রিম বিক্রি, তাতেই খুশি বিক্রেতারা ।

আরও পড়ুন -  Chief Minister Mamata Banerjee: শিলিগুড়ির কাওয়াখালীতে অনুষ্ঠিত বিজয়া সন্মেলিনিতে উপস্থিত মুখ্যমন্ত্রী

অপিরদিকে বৃষ্টি না হওয়ায় চা বাগান কর্তৃপক্ষ কিছুটা হলেও সমস্যায় পরেছেন, কারণ গরম বাড়তে থাকায় গেছে নতুন চা পাতা আসতে সময় লাগছে এমনটাই জানিয়েছেন জলপাইগুড়ি ডেঙ্গুয়াঝাড় চা বাগানের ডেপুটি জেনারেল ম্যানেজার , জীবন চন্দ্র পান্ডে।

আরও পড়ুন -  হবিবপুর ব্লকের দাল্লায় বিভিন্ন দল ছেড়ে পদ্ম শিবিরে যোগদান প্রায় ২০০জনের

অন্যদিকে আজকের গরম প্রসঙ্গে জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ সিং জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গরমের ছুটি ঘোষণা করেছেন তা চিন্তা ভাবনা করেই করেছেন। এখন উত্তরবঙ্গের জলপাইগুড়ি তে গরম দেখে মানুষ বুঝতে পারছেন স্কুল বন্ধের ঘোষণা কেন করেছেন মাননীয়া মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন -  74th Republic Day: ৭৪ তম প্রজাতন্ত্র দিবস, রেড রোডে

Latest News

Bhojpuri: রোমান্সের তুফান কাজল রাঘওয়ানির সঙ্গে খেসারি লাল যাদব, ভিডিওটি দারুন লোভনীয়

Bhojpuri: রোমান্সের তুফান কাজল রাঘওয়ানির সঙ্গে খেসারি লাল যাদব, ভিডিওটি দারুন লোভনীয়।  ভোজপুরী ভিডিও সং। ভোজপুরী ভিডিও সং: সংস্কৃতি, ঐতিহ্য এবং...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img