কঠোর সমালোচনা করে একটি বিবৃতি প্রকাশ করেছে জি সেভেন দেশগুলো। কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র নিয়ে গঠিত গ্রুপটি রবিবার বিবৃতিটি প্রকাশ করে। সোমবার রুশ গণমাধ্যম আরটি এ খবর জানিয়েছে।
এই সাত দেশ মস্কোকে ‘ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ’ জিততে না দেয়ার অঙ্গীকার করেছে। সেইসঙ্গে তারা কিয়েভকে আরও সামরিক ও অর্থনৈতিক সহায়তারও প্রতিশ্রুতি দিয়েছে।
যৌথ বিবৃতিতে বলা হয়, ‘আমরা আমাদের সংকল্পে ঐক্যবদ্ধ রয়েছি যে, প্রেসিডেন্ট পুতিন যেন ইউক্রেনের বিরুদ্ধে তার যুদ্ধে জিততে না পারেন।’
জি সেভেন দেশগুলো ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধে যারা স্বাধীনতার জন্য লড়াই করেছিল তাদের সকলের স্মৃতিতে ইউক্রেনের প্রতি সমর্থন প্রকাশ করছে।’ প্রতীকী ছবি: আরটি।