Birthday Rabindranath Tagore: ১৬১ তম কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে শোভাযাত্রা জলপাইগুড়ি শহরে

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ   কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১ তম জন্মদিনে শোভাযাত্রা শহর জলপাইগুড়ি তে।

সোমবার জলপাইগুড়ি শহরের গান্ধী মোড় থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।সামনে ছিল কবি গুরুর ছবি। সাথে সুন্দর নাচের মধ্যে দিয়ে শোভাযাত্রা টি শহরের বিভিন্ন এলাকায় পরিক্রমা করে।

আরও পড়ুন -  দুয়ারে মদ নয়, কাজ চাইঃ AIDYO

এরই পাশাপাশি এদিন কবিগুরুর জন্ম দিন পালিত হলো শহরের নয়াবস্তি এলাকায় মাল‍্যদান করে অনুষ্ঠানের সূচনা হয়।এলাকার মিষ্টান্ন বিক্রেতারা রবীন্দ্রনাথের ছবিতে মাল‍্যদান করে তাকে স্মরণ করেন।

আরও পড়ুন -  Howrah Puri Vande Bharat Express: রাজকীয় ব্যবস্থা দেখে চমকে যাবেন, পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের, এই ট্রেনে কত রকম সুবিধা আছে জানুন

অন‍্যদিকে

অত্যন্ত মর্যাদার সাথে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম দিন পালিত হলো জলপাইগুড়ি পুরসভার উদ্যোগে সোমবার এই দিনটি পুরসভা প্রাঙ্গণে পালিত হয়।রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে মাল‍্যদান করে দিনটি পালিত হয়। মাল‍্যদান করেন পুরসভার চেয়ারপারসন পাপিয়া পাল সহ অন্যান্য কাউন্সিলর ও দপ্তরের কর্মীরা।পাশাপাশি একটি ছোট সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয় এদিন।

আরও পড়ুন -  Congress: ক্ষুদ্র ব্যবসায়ীদের ভাতে মেরে, পাড়ার মোড়ে মোড়ে স্মার্ট পয়েন্ট তৈরির বিরুদ্ধে পথে নামলো কংগ্রেস