Gmail: জিমেইল ব্যবহার করুন ইন্টারনেট ছাড়া

Published By: Khabar India Online | Published On:

 জিমেইল ব্যবহার করেন তাদের জন্য দারুণ সংবাদ। এবার জিমেইল ব্যবহার করা যাবে ইন্টারনেট ছাড়াই।
ইন্টারনেট ছাড়া জিমেইলে পুরোনো মেইল পড়ার পাশাপাশি নতুন মেইলও পাঠানো যাবে। যদিও নতুন ই–মেইল পাঠানোর সাথে সাথে পৌছবে না প্রাপকের ঠিকানায়। এর জন্য অপেক্ষা করতে হবে পুনরায় ইন্টারনেট সংযোগ চালু হওয়া পর্যন্ত।

আরও পড়ুন -  শেষদিনের প্রচারে রায়পুর বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী মৃত্যুঞ্জয় মুর্মু

চলুন জেনে নেয়া যাকঃ

প্রথমে https://mail.google.com/mail/u/0/#settings/offline ঠিকানায় প্রবেশ করতে হবে।
এবার Enable offline mail অপশনের পাশে টিক চিহ্ন দিন।
এখানে After logging out of my Google account এর নিচে থাকা যেকোনো একটি অপশন নির্বাচন করুন।
Keep offline data on my computer নির্বাচন করলে জিমেইল থেকে লগআউট হলেও কম্পিউটারে তথ্য থেকে যাবে।
যদি Remove offline data from my computer নির্বাচন করেন, তাহলে জিমেইল থেকে লগআউট হলেই অফলাইনে করা কাজের তথ্য চলে যাবে।

আরও পড়ুন -  যুগের সাথে তাল মিলিয়ে