মৌসম ভবনের দেওয়া তথ্য অনুযায়ী, দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন এলাকার উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। ওই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়ে গিয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এই ঘূর্ণাবর্ত কঠিন নিম্নচাপ পরিণত হতে পারে। আবহাওয়ার বিপুল পরিবর্তন হবে।
হওয়া অফিস জানাচ্ছে, নতুন এই ঘূর্ণিঝড়ের নাম অশনি (Cyclone Asani)। আগামী রবিবারের মধ্যে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে বিভিন্ন জেলায়। শনিবার সকাল থেকে আকাশ থাকবে মেঘলা, বৃষ্টির সম্ভবনা প্রবল। থাকবে ঝোড়ো হাওয়া ও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি।ঝড়ের গতিবেগ থাকবে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি।
শনিবার সকালে আকাশ আংশিক মেঘলা। হালকা রোদ দেখা গেলেও, দুপুরের পর থেকে মেঘের সঞ্চার হবে।