রাশিয়া, ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না বলে জানিয়েছেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আলেক্সি জাইতসেভ। বিবিসি এ খবর জানিয়েছে।
পশ্চিম এর কর্মকর্তারা প্রকাশ্যে ইউক্রেনে রাশিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবহারের ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং এ নিয়ে আলোচনা করেন।
গত ১৪ এপ্রিল মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র (সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি) পরিচালক উইলিয়াম বার্নস বলেন, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার দ্বারা টেকটিক্যাল পারমাণবিক অস্ত্র বা কম শক্তিশালী পারমাণবিক অস্ত্র দ্বারা সৃষ্ট হুমকিকে ‘আমরা কেউই হালকাভাবে নিতে পারি না’।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া। দেশটির রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে গোলা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ বাহিনী।
যুদ্ধে দুই পক্ষেরই ব্যাপক প্রাণহানির খবর পাওয়া যাচ্ছে। জাতিসংঘ বলছে, যুদ্ধের কারণে ইতোমধ্যে ইউক্রেন ছেড়ে অন্য দেশে আশ্রয় নিয়েছেন ৫০ লাখেরও বেশি মানুষ।
রাশিয়ার গোলা ও ক্ষেপণাস্ত্র হামলায় খারকিভ শহরেও ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির খবর পাওয়া যাচ্ছে। প্রতীকী ছবি।