মালদা শহরের বিভিন্ন সমস্যা সংক্রান্ত বিষয় নিয়ে বৈঠক করলেন রাজ্যসভার সাংসদ মৌসুম নূর

Published By: Khabar India Online | Published On:

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ মালদা শহরের বিভিন্ন সমস্যা সংক্রান্ত বিষয় নিয়ে ইংরেজবাজার পুরসভার প্রশাসক মন্ডলীর সদস্য এবং প্রাক্তন কাউন্সিলরদের নিয়ে বৈঠক করলেন তৃণমূলের জেলা সভাপতি তথা রাজ্যসভার সাংসদ মৌসুম নূর। বৃহস্পতিবার বিকেলে ইংরেজবাজার পুরসভার কনফারেন্স রুমে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। মৌসুম নূর ছাড়া উপস্থিত ছিলেন পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সন নিহার ঘোষ , প্রশাসক মন্ডলীর সদস্য বাবলা সরকার, অম্লান ভাদুরি। এছাড়াও প্রাক্তন কাউন্সিলর যারা বর্তমানে কোডিনেটর পদে রয়েছেন তারা ওই দিন এই বৈঠকে উপস্থিত হয়েছিলেন।

আরও পড়ুন -  Flying Flea Bike: রয়েল এনফিল্ডের নতুন ইলেকট্রিক বাইক, আসছে Flying Flea C6 এবং S6, জেনে নিন বিস্তারিত

এদিন মূলত মালদা শহরের ২৯ টি ওয়ার্ডের পানীয় জল পরিষেবা, জঞ্জাল,  নিকাশি নালা সহ নানান সমস্যা সংক্রান্ত বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়। শহরের পুর-নাগরিকদের পরিষেবা দেওয়ার ক্ষেত্রে কোন সমস্যা তৈরি হলে দ্রুত সেই সমস্যা কিভাবে মেটানো সম্ভব,  তা নিয়েও এদিনের বৈঠকে আলোচনা হয়েছে।

আরও পড়ুন -  বড় রদবদল কংগ্রেসের, বড় ভূমিকায় আসতে পারেন প্রিয়াঙ্কা গান্ধী ও পিকে

সাংসদ মৌসুম নূর বলেন, শহরের বিভিন্ন ওয়ার্ডে জঞ্জাল নিকাশি নালার কোন সমস্যা রয়েছে কিনা, ডেঙ্গু সংক্রামন রুখতে কি ধরনের পদক্ষেপ নেওয়া দরকার, সেগুলো নিয়েই এদিন পুরসভার প্রশাসক মন্ডলীর সদস্য এবং কোডিনেটরদের সঙ্গে আলোচনা করেছি। করোনা সংক্রমনের মধ্যে শহরের পুরো পরিষেবা স্বাভাবিক রাখার ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে পুরসভা কর্তৃপক্ষ। সেইসব দিকে আরও বিশেষ করে জোর দেওয়ার কথা বলা হয়েছে। করোনা পরিস্থিতির মধ্যেও ইংরেজবাজার পুরসভা নাগরিক পরিষেবা দেওয়ার ক্ষেত্রে তৎপরতার সাথে কাজ করে যাচ্ছে। এব্যাপারেও শুধু প্রশাসক মন্ডলী নয়,  যারা কাউন্সিলর ছিলেন । পুরসভার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর এখন তারা কোডিনেটর পদে রয়েছেন। তাঁদের কাছ থেকেও সমস্ত সমস্যার কথা শুনে, সমাধানের বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

আরও পড়ুন -  Pooja Cherry: মুখ খুললেন পূজা, বিয়ের গুঞ্জন নিয়ে