Philippines: ৮০ টি বাড়ি ধ্বংস, ফিলিপাইনে অগ্নিকাণ্ড

Published By: Khabar India Online | Published On:

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় ভয়াবহ এক অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৮০ টি বাড়ি ধ্বংস গেছে। এ ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে।

সোমবার স্থানীয় সময় ভোর ৫টা নাগাদ এই অগ্নিকাণ্ড ঘটে। নিহত ৮ জনের মধ্যে ছয়জনই শিশু।

বার্তা সংস্থা এএফপিকে দমকল বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেগ বিচাইদো জানান, ম্যানিলায় এ ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে ২ ঘণ্টা। এসময় অনেকে ঘরের ভেতর থেকে বের হতে না পারায় তাদের মৃত্যু ঘটে।

আরও পড়ুন -  কোমাল চৌধুরী ‘শিসে কা থা দিল মেরা’ গানে ছুড়ি চালালেন দর্শকদের হৃদয়ে, VIDEO দেখুন

তিনি আরও জানান, কুইজন শহরের জনাকীর্ণ এলাকার একটি বাড়ির দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের সূত্রপাত। সেখান থেকে পরে অন্যান্য বাড়িতেও আগুন ছড়িয়ে পড়ে। কি কারণে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি।

আরও পড়ুন -  অভিনেত্রী রিধীমা তিওয়ারি সীমা লংঘন করলেন সাহসিকতার, ঘামাতে শুরু করবেন এমন দৃশ্যে, Trailer দেখুন

গ্রেগ বিচাইদো বলেন, বাড়িগুলো হাল্কা উপকরণে তৈরি। যখন আগুন লাগে তখন মানুষ ভয় পেয়ে গিয়েছিলো। আমাদের স্টেশন কাছেই কিন্তু আগুন লাগার সঙ্গে সঙ্গে আমাদের ডাকতে পারেনি।

আরও পড়ুন -  কুমারী পুজো

উল্লেখ্য, বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশগুলোর মধ্যে একটি ফিলিপাইন। দেশটির রাজধানীতে প্রতি বর্গকিলোমিটারে বিপুল সংখ্যক জনগণ বাস করেন। সংগৃহীত ছবি।