Mahendra Singh Dhoni: ধোনি আবার অধিনায়কত্ব পেলেন

Published By: Khabar India Online | Published On:

আবারও অধিনায়কের দায়িত্ব পেলেন মহেন্দ্র সিং ধোনি। কিন্তু জাতীয় দলের নয়। পেয়েছেন আইপিএল-এর দল চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব।

আইপিএল-এর পঞ্চদশ আসরের শুরুতেই চেন্নাইয়ের অধিনায়কত্ব ছাড়েন ধোনি। তার জায়গায় দায়িত্ব গ্রহণ করেন রবীন্দ্র জাদেজা। কিন্তু জাদেজার নেতৃত্বে এখন পর্যন্ত ৮ ম্যাচে মাত্র ২টিতে জিতেছে চেন্নাই।

আরও পড়ুন -  Gold Price: সোনা ও রুপোর দাম নিয়ে বড় আপডেট, চেক করে নিন, বছরের দ্বিতীয় দিনে

এমন বাজে অবস্থায় চলমান আইপিএলের মাঝপথেই দায়িত্ব ছেড়ে দেন জাদেজা। এমনটাই জানিয়েছে চেন্নাই কর্তৃপক্ষ।

চেন্নাই কর্তৃপক্ষ জানায়, নিজের খেলায় মনোনিবেশ করতেই অধিনায়কত্ব ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন রবীন্দ্র জাদেজা। সেইসঙ্গে ধোনিকে চেন্নাইয়ে অধিনায়ক হবার জন্য অনুরোধ করেছেন জাদেজা।

আরও পড়ুন -  Virat Kohli: কোহলি হয়ে উঠলেন ‘ধোনি’, ভারতের বিশ্বকাপ জয়ের ‘গোল্ডেন যুগে’

২০০৮ সালে আইপিএলের প্রথম আসর থেকেই চেন্নাইয়ের অধিনায়কের দায়িত্বে ছিলেন ধোনি। গত আসর পর্যন্ত দলের দায়িত্ব পালন করেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক। ধোনি থাকাতে চারবার আইপিএলের শিরোপা জিতেছে চেন্নাই।

আরও পড়ুন -  Saudi Arabian oil: বিশ্ব ৩ সপ্তাহও চলতে পারবে না, সৌদির তেল ছাড়া