31 C
Kolkata
Saturday, May 4, 2024

Criminals: থাবা বসাচ্ছে অপরাধীরা নিঃশব্দে নেটমাধ্যমে

Must Read

ভারতে বাড়ছে সাইবার ক্রাইম। অনলাইনে অপরাধ রুখতে একগুচ্ছ গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার।

@Cyberdost নামে একটি টুইটার হ্যান্ডেল চালু করেছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। যেখানে ছোট ছোট ভিডিও এবং ছবির মাধ্যমে সচেতনতা প্রচার চলছে।

আরও পড়ুন -  দুর্গা পূজা পরিক্রমা-2022

 রেডিওর মাধ্যমে সাইবার ক্রাইম সংক্রান্ত প্রচার করা হচ্ছে।

 জনমানসে সচেতনতা বাড়াতে ১০০ কোটি এসএমএস পাঠানো হয়েছে।

 টুইটার, ফেসবুক, টেলিগ্রাম ও ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খোলা হয়েছে।

 MyGov পোর্টালেও প্রচার চলছে।

 শিক্ষার্থী এবং কিশোরদের জন্য হ্যান্ডবুক প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন -  Ranu Mondal: চোখে জল আসবে, রাণু মন্ডলের কাহিনী...

 C-DAC ও পুলিশের সহায়তায় সব রাজ্যে প্রচার চলছে।

 ভারতের রাজ্যগুলোকে ১৪৮টি সাইবার ক্রাইম নিয়ে নির্দেশিকা দেয়া হয়েছে।

 ভারতের রাজ্যগুলোকে মাসের প্রথম বুধবার ‘সাইবার সচেতনতা দিবস’ পালনের অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুন -  বাজার কাঁপাচ্ছে মারুতির এই গাড়ি, জলের দরে

 দিল্লি মেট্রোকে সচেতনতা প্রচারের জন্য অনুরোধ করা হয়েছে।

 সাইবার ক্রাইম নিয়ে সচেতনতা প্রচারে ত্রৈমাসিক পত্রিকা প্রকাশ করা হয়েছে।

 মন্ত্রণালয়কে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা প্রচারের অনুরোধ করা হয়েছে। সূত্র: জি নিউজ / ছবি: জি নিউজ

Latest News

সেই আমি আমার মতো

সেই আমি আমার মতো।  আমার স্বপ্ন জ্বলে। চিরকাল পালন করি, আমি স্বপ্ন দেখি। চিরকাল পালন করি,আমি স্বপ্ন দেখি, মনের কথা বলে, কবিতা...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img