Santosh Trophy: সন্তোষ ট্রফি ফাইনালে বাংলা

Published By: Khabar India Online | Published On:

শিখা দেবঃ   সন্তোষ ট্রফি ফাইনালে বাংলা।

সন্তোষ ট্রফি ফুটবলের ফাইনালে আবার বাংলা। শুক্রবার সেমিফাইনালে বাংলা ৩-০গোলে মণিপুরের বিপক্ষে জয় ছিনিয়ে নিয়ে চার বছর বাদে ফাইনালে খেলবার পথ পাঁকা নেয়। খেলা প্রথম পর্বে গোল করেন সুজিত সিং ও ফারদিন আলি মোল্লা। দুরন্ত ফুটবল খেলেন বাংলার ছেলেরা। মনিপুর দাঁড়াতেই পারে নি। দ্বিতীয় পর্বে জয়কে নিশ্চিত করেন দিলীপ ওঁরাও। খেলায় সেরা হন গোলরক্ষক প্রিয়ন্ত সিং। ফাইনালে বাংলা খেলবে কেরলের বিপক্ষে। খেলার শেষে আনন্দে মেতে ওঠেন কোচ সহ খেলোয়াড়রা। মাঠে হাজির ছিলেন সচিব জয়দীপ মুখার্জি।

আরও পড়ুন -  এক লক্ষ টাকারও বেশি বেতন, প্রচুর শূন্যপদে নিয়োগ করছে এয়ারপোর্ট অথরিটি