Indian Youth Congress: ভারতীয় যুব কংগ্রেস এর মেম্বারশিপ সংক্রান্ত আলোচনা হলো, শিলিগুড়ির বিধান ভবনে

Published By: Khabar India Online | Published On:

সজল দাশগুপ্ত, শিলিগুড়িঃ   ভারতীয় যুব কংগ্রেস এর মেম্বারশিপ সংক্রান্ত আলোচনা এবং আগামী ইয়ুথ কংগ্রেস ইলেকশন এর কার্য পদ্ধতি সম্পর্কে বিস্তীর্ণ পর্যালোচনা করার উদ্দেশ্যে আজ শিলিগুড়ির বিধান ভবন তথা কংগ্রেস কার্যালয় অফিসে এক সাংবাদিক সম্মেলন এর আয়োজন হয়।

আরও পড়ুন -  Amitabh-Jaya: অমিতাভ অনেক বড় ব্যক্তি, এখনও জয়ার মুখের উপর কথা বলতে পারেন না !

উক্ত সম্মেলনে উপস্তিত ছিলেন জোনাল রিটার্নিং অফিসার শ্রী মীর আখতার হোসেন মহাশয় এবং কার্যালয়ের কর্মকর্তারা উক্ত সম্মেলনে তিনি বলেন পশ্চিমবঙ্গের এই ইলেকশন যেভাবে বিগত দিন ধরে চলে সেটা এবার প্রি – লঞ্চিং প্রক্রিয়ার মাধ্যমে হবে এর পাশাপাশি নমিনেশন, নমিনেশন স্কুটনি, ফাইনালেজেশন এবং অবশেষে মেম্বারশিপ এর কার্যপদ্ধতি ২৫ মে থেকে শুরু হবে টানা এক মাস চলবে। এছাড়াও তিনি বলেন আগামী দিনে যুব সম্প্রদায় কে এগিয়ে আসতে হবে সমাজের এবং দেশের ভবিষৎ এর কথা মাথায় রেখে । জাতীয় কংগ্রেসের বিচারধারা কে বহাল করার জন্য আজকের যুব সমাজ আগামী দিনে উন্নতিকর পদক্ষেপ নেবে এবং রাজ্য তথা দেশের সমাজ ভবিষৎ কে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাবে বলে তার বিশ্বাস।

আরও পড়ুন -  এই অ্যাকাউন্ট স্ত্রীয়ের সাথে খুলুন পোস্ট অফিসে, দারুন জনপ্রিয় স্কিম, জেনে নিন বিস্তারিত