Howrah City Police: পথ দুর্ঘটনা কমাতে কাট আউট বন্ধ করার সিদ্ধান্ত, হাওড়া সিটি পুলিশ

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব প্রতিনিধি, হাওড়াঃ   পথ দুর্ঘটনা কমাতে জাতীয় সড়ক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দু’একটা ছাড়া বাকি সব কাট আউট বন্ধ করার সিদ্ধান্ত নিলো হাওড়া সিটি পুলিশ।

গত এক বছরে হাওড়া পুলিশ কমিশনারেট এলাকায় পথ দুর্ঘটনা কমেছে প্রায় ১০ শতাংশ। দুর্ঘটনা আরও কমাতে এবার জাতীয় সড়কে কয়েকটি কাট আউট ছাড়া বাকি সব কাট আউট জাতীয় সড়ক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে হাওড়া সিটি পুলিশ। মঙ্গলবার সেফ ড্রাইভ সেভ লাইফের একটি অনুষ্ঠানে এসে এমনটাই জানান হাওড়ার পুলিশ কমিশনার সি সুধাকর। তিনি জানান, অধিকাংশ দুর্ঘটনাই জাতীয় সড়কের মতো বড় রাস্তায় কাট আউট দিয়ে রাস্তা পারাপার করতে গিয়ে ঘটে। এদিন তিনি কোনা ট্রাফিক গার্ডে ঈদ উৎসব উপলক্ষে বস্ত্র বিতরণও করেন। এই বস্ত্র বিতরণের মূল উদ‍্যোক্তা ছিলেন শেখ শামিরুল হাজি।

আরও পড়ুন -  Electric Bike in India: দীপাবলিতে আনতে পারেন ইলেকট্রিক বাইক, রেঞ্জ রয়েছে ২০০ কিমি