Google Pixel Watch: গুগল পিক্সেল ওয়াচ, স্মার্টওয়াচকেও টেক্কা দেবে

Published By: Khabar India Online | Published On:

 বাজারে আসছে গুগল পিক্সেল ওয়াচ। আকর্ষণীয় সব ফিচার সম্পন্ন স্মার্টওয়াচটি অ্যাপলের স্মার্টওয়াচকেও টেক্কা দিতে পারবে।

সম্প্রতি টিপস্টার ইভান ব্লাস (Evan Blass) জানান, ওয়্যার ৩.১ অপারেটিং সিস্টেমে চালিত গুগল পিক্সেল ওয়াচ খুব শিগগিরই আত্মপ্রকাশ করতে চলেছে। গুগলের আসন্ন স্মার্টওয়াচটির কোড নাম রাখা হয়েছে পিক্সেল রোহান।

আরও পড়ুন -  ভারতীয় রেল চাহিদা অনুযায়ী ট্রেন চালানো বজায় রাখবে

গুগল পিক্সেল ওয়াচ লেটেস্ট ওয়্যার অপারেটিং সিস্টেম অর্থাৎ (ভার্সন) ৩.১ দ্বারা চালিত হবে। ফলে এটি অ্যাপল ওয়াচের থেকেও উন্নত টেকনোলজি ব্যবহার করা হয়েছে।

ওয়াচটি গোলাকৃতি ডায়ালের সঙ্গে আসতে চলেছে। সঙ্গে হাই-এন্ড ইসিজি মনিটরিং ফিচার থাকবে বলে ধারণা করা হচ্ছে। বেসিক সেন্সরের সঙ্গে নতুন সংযুক্তিকরণ হবে। যার ফলে ঘড়িটি গুরুত্বপূর্ণ হেলথ এবং ফিটনেস ডিভাইস হয়ে উঠবে।

আরও পড়ুন -  টাটা গ্রুপ তৈরি করবে ভারতে আইফোন, সিদ্ধান্ত নিল সংস্থা

অনুমান করা হচ্ছে, ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ থাকবে। এমনকি এর প্রসেসরটিও হবে বেশ উন্নত।

 ঘড়িটির দাম সংক্রান্ত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। ধারণা করা হচ্ছে, আগামী ১১ মে লঞ্চ হতে পারে নতুন স্মার্টওয়াচটি।

আরও পড়ুন -  Nusrat Jahan: পরনে লেহেঙ্গা, সিঁথিতে সিঁদুর, কনের সাজে নুসরত