Honest and Virtuous Youth: দেশ গড়ার কাজে সৎ এবং চরিত্রবান যুবকদের এগিয়ে আসার আহ্বানঃ স্বামী বিশ্বাত্মানন্দজি মহারাজ

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব প্রতিনিধি,উঃ ২৪ পরগণাঃ   দেশ গড়ার কাজে সৎ এবং চরিত্রবান যুবকদের এগিয়ে আসার আহ্বান জানালেন ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দজি মহারাজ।

দেশ গড়ার কাজে সৎ এবং চরিত্রবান যুবকদের এগিয়ে আসার আহ্বান জানালেন ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দজি মহারাজ। ভারত সেবাশ্রম সঙ্ঘ পরিচালিত কাঁকিনাড়া প্রণবানন্দ সেবা প্রতিষ্ঠানের দ্বিতল গুরুমন্দির, শিব মন্দির এবং রাধাকৃষ্ণ মন্দিরের শুভ দ্বারোদ্ঘাটন করেন তিনি। উত্তর ২৪ পরগণা জেলার কাঁকিনাড়া অঞ্চলে সঙ্ঘের উদ্যোগে নানা সেবা কাজ শুরু হয়েছে।

আরও পড়ুন -  Sushmita Sen: সুস্মিতা সেন ৪৬ পেরিয়েও এতো যৌবন! রেখেছেন কি করে?

কাঁকিনাড়া প্রনবানন্দ শেবা প্রতিষ্ঠানের অষ্টম বার্ষিকী অনুষ্ঠান উপলক্ষে এক অনুষ্ঠানে সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন, স্বামী প্রনবানন্দের আদর্শে যুব সমাজকে দেশ গড়ার কাজে এগিয়ে যেতে হবে৷ এর জন্যে সৎ এবং চরিত্রবান যুবক চাই। তবেই দেশ এগিয়ে যাবে।

আরও পড়ুন -  'Krish 4': চমক নিয়ে আসতে চলেছে ‘কৃষ ৪’