Devlina Kumar: উত্তেজক পোশাকের জন্যও ধর্ষণ হয়: দেবলীনা কুমার

Published By: Khabar India Online | Published On:

 প্রতিদিন ধর্ষণের সংখ্যা বেড়েই চলেছে দেশজুড়ে। এর বিরুদ্ধে একের পর এক বিশিষ্টজনরা মুখ খুলছেন। সম্প্রতি দেবলীনা কুমার নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে বিস্ফোরক মন্তব্য করেন।

যেই ভিডিওতে কাল্কি কেঁকলা তির্যকভাবে বোঝাচ্ছেন যে ধর্ষণের জন্য প্রকৃতপক্ষে দোষী হলো মেয়েদের ছোট পোশাক। তিনি মেয়েদেরই এই ঘৃণ্য কাজের জন্য প্রধান দোষী বলে মনে করছেন! কিন্তু কেন এমন বলছেন কাল্কি? নিজের কথার মাধ্যমে যেন তীব্র বান দিচ্ছেন কাল্কি।

আরও পড়ুন -  চুরির সামগ্রী উদ্ধার করেছে শান্তিনিকেতন থানার পুলিশ, ধৃত ১

তিনি বলেন যে নারী নিজেই ধর্ষণের প্রকৃত কারণ! এমন কিছু পোশাক তাঁরা পরেন, যা পুরুষদের আকর্ষিত এবং উত্তেজিত করে তোলে। তাদের চোখ আছে তাই তারা দেখে নারীদের দোষ তারা দেখাবেন কেন।

 

View this post on Instagram

 

A post shared by Devlina Kumar (@devlinakumar)

 তালিকা দিয়ে বলেছেন, নারীদের কোন পোশাকে দেখলে পুরুষরা মোহিত হয়ে পড়েন। সেগুলি হল ছোট স্কার্ট, হট প্যান্ট, শর্ট ড্রেস, হাতাকাটা গাউন। তাই উত্তেজনার বশে ঘটে যায় এরকম দু একটি দুর্ঘটনা। এরপরেই কটাক্ষ করতে থাকে যত নষ্টের গোড়া নারীই!

আরও পড়ুন -  অষ্টম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, অভিযোগ জানাতে গেলে উল্টে একঘরে পরিবার !