31 C
Kolkata
Monday, June 17, 2024

Road Work: শুরু পাকা রাস্তার কাজ, গ্রামবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল

Must Read

নিজস্ব প্রতিনিধি, মালদাঃ   শুরু পাকা রাস্তার কাজ, খুশি গ্রামবাসীরা।

রাজ্য সরকারের পাড়ায় সমাধান প্রকল্পের ২২২ মিটার কংক্রিটের রাস্তা নির্মাণের কাজের সূচনা হল শনিবার।এদিন দুপুরে মালদহের চাঁচল-১ নং ব্লকের ভগবান পুর গ্রাম পঞ্চায়েতের জাহির খাঁ গ্রামের সেই পাকা রাস্তার কাজের সূচনা করা হয়। ১১ নং আসনের জেলা পরিষদ সদস্য বন্দনা রানী ঘোষ ফিতে কেটে ও নারকেল ফাটিয়ে রাস্তার কাজের সূচনা করেন।উপস্থিত ছিলেধ চাঁচল ১ নং পঞ্চায়েত সমিতির সদস্য শাহাজান আলী (পিংকু)সহ এলাকার মানুষ।

আরও পড়ুন -  ‘দুয়ারে আধার নম্বর সংযুক্তিকরণ’, নির্দেশ মুখ্যমন্ত্রীর

জেলা পরিষদ সূত্রে জানা গেছে,পাড়ায় সমাধান প্রকল্পের মাধ্যমে এই গ্রামে ২২২ মিটার কংক্রিটের ঢালাই রাস্তা নির্মাণের জন্য ৯৭৩৫২৬ টাকা বরাদ্দ হয়েছে।গ্রামবাসীর দীর্ঘদিনের দাবি ছিল কাচা রাস্তাটি পাকা করার। তাই গ্রামবাসীদের সমস্যার কথা মাথায় রেখে এদিন দাবি পূরণ করা হলো বলে জানিয়েছেন জেলাপরিষদ সদস‍্যা বন্দনা।

আরও পড়ুন -  Missing: হাওড়ার আলমপুরে নিখোঁজ এক কিশোর, উদ্বিগ্ন পরিবার !

Latest News

Web Series: শুরু থেকেই টানটান উত্তেজনা রয়েছে এই ওয়েব সিরিজে, বাচ্চাদের সামনে একদম দেখা যাবে না

Web Series: শুরু থেকেই টানটান উত্তেজনা রয়েছে এই ওয়েব সিরিজে, বাচ্চাদের সামনে একদম দেখা যাবে না।  Web Series টি ১৮+...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img