Ghosh Community: জমিদারদের খুশি করার জন্য, পহেলা বৈশাখ

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব প্রতিনিধি, নদীয়াঃ   নদীয়া রানাঘাটে জমিদার আমলে। ঘোষ সম্প্রদায়ের লোকজন, সে সময় জমিদারদের খুশি করার জন্য পহেলা বৈশাখের দিন অর্থাৎ বাংলা বছরের প্রথম দিন জমিদারদের সামনে বিভিন্ন রকমের কলাকুশলী দেখাতেন।

আরও পড়ুন -  WTC Final 2023: রিকি পন্টিং করলেন ভবিষ্যৎবাণী, ভারতের এই তরুণ ক্রিকেটার ‘এক্স ফ্যাক্টর’ হবেন, WTC ফাইনাল

সেই পরম্পরা বজায় রেখে আজও পহেলা বৈশাখের দিন রাত্রিবেলা রানাঘাট শহরজুড়ে এই বিশেষ রেলি বার করা হয়। বর্তমান সময়ে জমিদার আর নেই কিন্তু হাজার হাজার সাধারণ মানুষ ভিড় করে দেখেন এই নানারকম কলাকৌশলী। সেসময়ের ঘোষ মহাশয়দের শরণার্থে বিভিন্ন ক্লাব থেকে এই অনুষ্ঠান গুলি করে থাকে। স্থানীয় মানুষেরা এই রেলির নাম দিয়েছে ময়ূরপঙ্খী।

আরও পড়ুন -  এআইআইএ কোভিড ১৯ রোগীদের বিনামূল্যে পরীক্ষা ও চিকিৎসার সুযোগ দিতে শুরু করেছে