Spice Fair: 200 বছর ধরে হয়ে আসা মশলা মেলা, নববর্ষের দিনে

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব প্রতিনিধি, উঃ ২৪পরগণাঃ   নববর্ষের দিনে গোবরডাঙ্গার ঐতিহ্যবাহী মশলা মেলা।

200 বছর ধরে হয়ে আসা মশলা মেলা মূলত এই মশলা মেলা জমিদার খেলারাম মুখোপাধ্যায়ের হাত ধরে এই মশলা মেলার শুভ সূচনা তারপর থেকেই হয়ে আসছে এই মেলা,করণা আবহে দু’বছর বন্ধ ছিল, এবছর একটু স্বাভাবিক ছন্দে ফিরতেই শুরু হয়েছে মেলা।

আরও পড়ুন -  সালানপুর ব্লকে বিডিও হিসেবে দায়িত্ব নিলেন আর এক কৃতি মহিলা অদিতি বসু

সেই মত দু’বছর পর হচ্ছে গোবরডাঙ্গা কালীবাড়ি বিধান সিটির মাঠে, মূলত এই মেলা চলবে 10 দিনব্যাপী সাধারণ মানুষের ভীড় উপচে পড়ার মতো, সারাবছরের মসলা কিনে নিয়ে যাচ্ছে সাধারণ মানুষ কারণ বাজারের থেকে দাম কম হয়। দীর্ঘ দুই বছর ধরে বন্ধ থাকার কারণে অনেকটাই অসুবিধা হচ্ছিল জানালেন সাধারন মানুষ। গোবরডাঙ্গা সহ পার্শ্ববর্তী এলাকার মানুষেরা ভিড় করে এই মেলাতে। সব ধরনের মশলা পাইকারি ও খুচরা বিক্রি হয় ওই মেলা থেকে।

আরও পড়ুন -  পার্থ চট্টোপাধ্যায়ের মন্তব্য, ‘কেউ ছাড়া পাবে না’, আদালতে দাঁড়িয়ে, নিশানা করলেন কাকে?