নিজস্ব প্রতিনিধি, উঃ ২৪ পরগণাঃ মতুয়ারা সকলেই নাগরিক সিএএ ও এনআরসি চালু হলে আন্দোলন শুরু হবে।
মতুয়ারা সকলেই নাগরিক সিএএ ও এনআরসি চালু করলে আন্দোলন শুরু করবে মতুয়ারা। মঙ্গলবার বনগাঁয় মহাকুমা মতুয়া মহাসম্মেলনের আয়োজন করাহলেছিল বনগাঁ কর্ম তীর্থ ময়দানে। সেখানে যোগদান করলেন অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি তথা তৃণমূলের প্রাক্তন সাংসদ মমতা ঠাকুর।
মমতা ঠাকুরের বক্তব্যের বিষয়ে বিজেপি নেতা দেবদাস মন্ডল বলেন, এনআরসির দাবিটা মতুয়া মহাসঙ্ঘের। উনি তৃণমূলে আছেন বলে বিরোধিতা করছেন। উনি তৃণমূল কে সন্তুষ্ট করার জন্য বিরোধিতা করছেন। 2024 এর লোকসভা নির্বাচনে ওনারা বুঝতে পারবেন মতুয়ারা বিজেপির সঙ্গে আছেন।