MLA Savitri Mitra: দুর্ঘটনায় মৃত 2 তৃণমূল কর্মীর পাশে দাঁড়ালো এলাকার বিধায়ক

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব প্রতিনিধি, মালদাঃ   দুর্ঘটনায় মৃত 2 তৃণমূল কর্মীর পাশে দাঁড়ালো এলাকার বিধায়ক।

মানিকচক বিধানসভার বিধায়িকা সাবিত্রী মিত্র পরিবারের হাতে ব্যক্তিগতভাবে আর্থিক সাহায্য তুলে দেয়।

জানা গেছে গত মালদা জেলার মানিকচক থানার গোপালপুর অঞ্চলের পঞ্চায়েত নির্বাচনের সময় তৃণমূল কর্মী আজহার শেখ এবং সালাম শেখ দুর্ঘটনায় মারা যায়। সেই সময় থেকে তৃণমূল নেতৃত্ব ওই দুই পরিবারের পাশে তারা। এবার এলাকার বিধায়িকা ও তৃণমূল নেতৃত্ব যৌথভাবে আর্থিক ব্যক্তিগত সাহায্য করে দুই পরিবারের সদস্যদের ।

আরও পড়ুন -  বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে মৃত এক, আহত ৩

এদিনে কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়িকা সাবিত্রী মিত্র, অঞ্চল প্রধান মোস্তাক শেখ, গোপালপুর অঞ্চল তৃণমূল সভাপতি মোঃ নাসির, তৃণমূল নেতা মোয়াজ্জেম হোসেন, সুনন্দ মজুমদারসহ প্রমুখ।

এদিন বিধায়িকা জানাই আমাদের তৃণমূল দুই কর্মী দুর্ঘটনায় মারা যায় বিগত পঞ্চায়েত নির্বাচনের সময়। আজ আমরা সবাই মিলে কিছু আর্থিক সাহায্য তুলে দিলাম দুই পরিবারকে। আগামীতে পরিবারগুলোর পাশে থাকবো।

আরও পড়ুন -  Eagle Injured: ইলেকট্রিক তারের সংস্পর্শে এসে আহত ঈগল