Alienation With Father-In-Law: পরকীয়া শ্বশুরের সঙ্গে, স্ত্রীকে হত্যা

Published By: Khabar India Online | Published On:

রাজশাহীর দুর্গাপুরে শ্বশুরের সঙ্গে পরকীয়ার ঘটনায় স্ত্রীকে গলা টিপে হত্যা করেন স্বামী। এই ঘটনায় স্বামী গোলাম মোস্তফা চৌধুরীকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার পুঠিয়া উপজেলার বেলপুকুর থানার কামার ধাদাশ গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন -  Lionel Messi: চুক্তি হয়নি কোনো ক্লাবের সঙ্গে, মেসির বাবার দাবি

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাশমত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

হাশমত আলী বলেন, গত বুধবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার বর্ধ্বনপুর গ্রামে বাবার সঙ্গে পরকীয়ার ঘটনায় নিজের স্ত্রীকে গলা টিপে হত্যা করে মোস্তফা। তার আগে মোস্তফা তার বাবাকে কুপিয়ে জখম করেন।

আরও পড়ুন -  "প্রাচীর"

তিনি আরও বলেন, স্ত্রীকে হত্যার অভিযোগে মোস্তফার শ্বশুরবাড়ি থেকে থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল। ঘটনার পর থেকে পলাতক ছিলেন মোস্তফা। রবিবার, গোপন সংবাদের ভিত্তিতে বেল পুকুর থানার কামার ধাদাস গ্রামে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। ছবি: সংগৃহীত।

আরও পড়ুন -  নজর কাড়লেন শানায়া, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সঞ্জয় - কন্যা, শানায়া কাপুর